চুয়াডাঙ্গার জীবননগরে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় একটি দেশী পিস্তল ও বারুদ বিহীন একটি গুলি উদ্ধার করেছে। মঙ্গলবার (১৫ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭ টার সময় জীবননগর উপজেলার মাধবখালী গ্রামের এক বাঁশ বাগানের মধ্য হতে পিস্তল ও গুলি উদ্ধার করা হয়।মঙ্গলবার রাত ১০ টার সময় বিজিবির মহেশপুর-৫৮ ব্যাটালিয়নের উপ-অধিনায়ক আবু হানিফ মো. সিহানুল স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে গণমাধ্যম কর্মীদেরকে বিষয়টি নিশ্চিত করেছেন।বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, মহেশপুর-৫৮ ব্যাটালিয়নের অধীন মাধবখালী বিওপির হাবিলদার মো. জাহিদুল ইসলামের নেতৃত্বে বিজিবি সদস্যরা মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭ টার সময় চোরাচালান বিরোধী এক অভিযান চালায়। এ সময় বিজিবি সদস্যরা সীমান্ত পিলার ৭১ নং হতে আনুমানিক ৮০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মাধবখালী গ্রামের মো. আছর আলীর বাঁশ বাগানের মধ্যে হতে পরিত্যক্ত অবস্থায় ১টি দেশী তৈরী পিস্তল (ওয়ান শুটারগান) এবং বারুদ বিহীন ১ রাউন্ড গুলি উদ্ধার করে।উদ্ধারকৃত অস্ত্র ও গুলি জীবননগর থানায় জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।এনআই
Source: সময়ের কন্ঠস্বর