নেত্রকোনায় ট্রেনের নিচে কাটা পড়ে ৬০ বছর বয়সী অজ্ঞাত বৃদ্ধার মৃত্যু হয়েছে। সোমবার (১৪ জুলাই) বিকেলে নেত্রকোনা-মোহনগঞ্জ রেলপথের বাংলা স্টেশনের কৃষ্ণপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। পরে খবর পেয়ে রেলের জিআরপি পুলিশ মরদেহ উদ্ধার করেছে। স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা থেকে ছেড়ে আসা মোহনগঞ্জগামী মহুয়া কমিউটার ট্রেন সোমবার বিকেল সাড়ে তিনটায় নেত্রকোনার সাতপাই বড় স্টেশন থেকে ছেড়ে যাওয়ার পর বাংলা স্টেশনের কৃষ্ণপুর এলাকায় পৌঁছালে অজ্ঞাত এক নারী ট্রেনের নিচে কাটা পড়েন। পরে স্থানীয়রা পুলিশকে খবর দিলে মোহনগঞ্জ রেলওয়ে পুলিশ ফাঁড়ির সদস্যরা মরদেহটি উদ্ধার করে। এ ব্যাপারে মোহনগঞ্জ রেলওয়ে পুলিশ ফাঁড়ির এসআই (নিরস্ত্র) মো. মোবারক হোসেন জানান, মোহনগঞ্জগামী ৪৩নং ডাউন মহুয়া কমিউটার ট্রেনের নিচে কাটা পড়ার সংবাদ পেয়ে অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। নারীর নাম পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। তবে ধারণা করা হচ্ছে, তার আনুমানিক বয়স ৬০ বছর। মরদেহ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ পাঠানোর প্রক্রিয়া চলমান রয়েছে।এআই
Source: সময়ের কন্ঠস্বর