জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও জাতীয় যুবশক্তি গাজীপুর মহানগরের কাশিমপুর শাখার আয়োজনে ঢাকায় ভাঙারি ব্যবসায়ী সোহাগ হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।শনিবার (১২ জুলাই) রাত ৮ ঘটিকায় মহানগরীর কাশিমপুরের কফিলউদ্দিন আহমদ পাবলিক স্কুল অ্যান্ড কলেজের সামনে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের উপর এ বিক্ষোভ অনুষ্ঠিত হয়।সমাবেশে বক্তারা বলেন, ঢাকায় নৃশংসভাবে যে ভাঙারি ব্যবসায়ীকে হত্যা করা হয়েছে, অবিলম্বে দোষীদের সাজা নিশ্চিত করতে হবে। একটি দলকে ইঙ্গিত করে বক্তারা বলেন, এ দেশ থেকে সৈরাচার সরকার যেভাবে বিতারিত করা হয়েছে, এই হত্যাকাণ্ডের কঠোর বিচার না হলে আপনাদেরকেও বিতারিত করতে দিধা করবে না ছাত্র জনতা।বক্তারা আরো বলেন, ২৪-এর যোদ্ধারা ঘরে ফেরেনি, তারা এখনো মাঠে আছে। দোষীদের দৃষ্টান্তমূলক সাজা না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারিও দেন বক্তারা।এনআই
Source: সময়ের কন্ঠস্বর