সাতক্ষীরায় দায়িত্ব পালনকালে হৃদরোগে আক্রান্ত হয়ে এসআই সাঈদুজ্জামান (৪৯) মৃত্যুবরণ করেছেন। শুক্রবার (১১ জুলাই) রাত সাড়ে ১২ টার দিকে সাতক্ষীরা শহরের কাটিয়া লস্কারপাড়া এলাকায় দায়িত্বরত অবস্থায় তিনি মারা যান। নিহত এসআই সাঈদুজ্জামান সাতক্ষীরা থানাধীন ইটাগাছা পুলিশ ফাঁড়ির ইনচার্জ ছিলেন এবং তিনি কুষ্টিয়া জেলার পারমৃত্তিকাপাড়া গ্রামের মৃত আব্দুল গফুর মন্ডলের ছেলে। সাতক্ষীরা সদর থানার ওসি শামিনুল হক বলেন, রাতে ডিউটিরত অবস্থায় হঠাৎ বুকে তীব্র ব্যথা অনুভব করে অসুস্থ হয়ে পড়েন সাঈদুজ্জামান। তাৎক্ষণিক তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।এসকে/আরআই
Source: সময়ের কন্ঠস্বর