ফরিদপুরের আলফাডাঙ্গায় উপজেলা বিএনপির সদস্য সচিব (স্থগিত কমিটি) নুরজামাল খসরুর বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন বিএনপির অপর এক নেতা।সোমবার (৯ জুন) বিকালে উপজেলা সদর বাজারে এ সংবাদ সম্মেলন করেন উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মো. খোশবুর রহমান খোকন। জানা যায়, ফরিদপুর-১ আসনের অন্তর্ভুক্ত আলফাডাঙ্গা উপজেলা। এই উপজেলায় বিএনপি দুই মেরুকরণে বিভক্ত। বিএনপি’র কৃষকদলের কেন্দ্রীয় সহ-সভাপতি, ফরিদপুর-১ আসনের সাবেক সাংসদ খন্দকার নাসিরুল ইসলাম আগামী নির্বাচনে প্রার্থী হবেন। এই একই আসনে প্রার্থী হতে চান সাবেক ছাত্র নেতা ও বোয়ালমারী উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শামসুদ্দিন মিয়া ঝুনু। দীর্ঘদিন ধরে প্রভাব বিস্তারকে কেন্দ্র করে এদের মধ্যে রেষারেষি চলে আসছিল। সম্প্রতি কয়েকটি ঘটনায় দুই পক্ষের লোকজনের মধ্যে বিরোধ প্রকাশ্যে এসেছে। বিএনপির দুই পক্ষের মধ্যে খন্দকার নাসির গ্রুপের আলফাডাঙ্গা উপজেলায় নেতৃত্ব দেন নুরজামাল খসরু এবং শামসুদ্দিন মিয়া ঝুনু গ্রুপের নেতৃত্ব দেন খোশবুর রহমান খোকন। এরই মধ্যে বিএনপি নেতা নুরজামাল খসরুর সঙ্গে বিস্ফোরক দ্রব্য আইনের মামলার আসামি খন্দকার আব্দুল্লাহ ওরফে তুষার নামে এক ব্যক্তির অডিও ফোনালাপ সামাজিক যোগাযোগ মাধ্যমে ফাঁস হয়। ফোনালাপে বিএনপি নেতা খোশবুর রহমান খোকন সম্পর্কে বিভিন্ন নেতিবাচক মন্তব্য করেন নুরজামাল খসরু। এই ফোনালাপের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেন বিএনপি নেতা খোশবুর রহমান খোকন। সংবাদ সম্মেলনে এক লিখিত বক্তব্যে খোশবুর রহমান খোকন বলেন, ‘৫ আগস্টের পরে আলফাডাঙ্গায় আওয়ামী লীগের নেতাকর্মীরা অস্ত্র মিছিল করার কারণে থানায় একটি বিস্ফোরক দ্রব্য আইনে মামলা হয়েছে। কিন্তু যারা প্রকৃত মিছিলে ছিল, তাদের নাম মোটা অঙ্কের অর্থের বিনিময়ে মামলা থেকে বাদ দেয়া হয়েছে। এই মামলা করার সঙ্গে তিনি বা তার পক্ষের কোনো লোকজন জড়িত না বলে দাবি করেন তিনি। তবে এসবের জন্য বিএনপি নেতা নুরজামাল খসরুকে দায়ী করেন তিনি।খোশবুর রহমান খোকন বলেন, গত ১২ মে থানা থেকে স্থানীয় এক আওয়ামী লীগ নেতা পালিয়ে যায়। এই ঘটনা নিয়ে ফাঁস হওয়া ফোনালাপে নুরজামাল খসরু আমাকে জড়িয়ে মিথ্যা ও কাল্পনিক কাহিনী সাজিয়ে অপপ্রচার করেছেন। এছাড়াও ফোনালাপে বিভিন্ন মনগড়া মন্তব্য করেছেন। সংবাদ সম্মেলনের মাধ্যমে এসবের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান তিনি। এ সময় তিনি নুরজামাল খসরুর বিভিন্ন বিতর্কিত কর্মকাণ্ডের কথা সংবাদ সম্মেলনে তুলে ধরেন।এ বিষয়ে আলফাডাঙ্গা উপজেলা বিএনপির সদস্য সচিব (স্থগিত কমিটি) নুরজামাল খসরুর বক্তব্য জানতে মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করা হলেও সম্ভব হয়নি।পিএম

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
চাকরি দিচ্ছে ইউএস-বাংলা এয়ারলাইন্স, লাগবে না অভিজ্ঞতা
চাকরি দিচ্ছে ইউএস-বাংলা এয়ারলাইন্স, লাগবে না অভিজ্ঞতা

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ইউএস-বাংলা এয়ারলাইন্স। প্রতিষ্ঠানটি এয়ারপোর্ট ক্যাটারিং অপারেশনস বিভাগ এক্সিকিউটিভ পদে একাধিক জনবল নেবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন Read more

অস্ট্রেলিয়ার উপকূলে ধেয়ে যাচ্ছে প্রবল ঘূর্ণিঝড় ‘আলফ্রেড’
অস্ট্রেলিয়ার উপকূলে ধেয়ে যাচ্ছে প্রবল ঘূর্ণিঝড় ‘আলফ্রেড’

অস্ট্রেলিয়ার পূর্ব উপকূলের দিকে ধেয়ে যাচ্ছে প্রবল ঘূর্ণিঝড় ‘আলফ্রেড’। পাঁচ দশকেরও বেশি সময়ের মধ্যে সবচেয়ে দক্ষিণাঞ্চলীয় ঘূর্ণিঝড়ের প্রভাব মোকাবিলার প্রস্তুতি Read more

বিশ্বকাপের মঞ্চে উজবেকিস্তান, আরও যারা টিকিট পেল
বিশ্বকাপের মঞ্চে উজবেকিস্তান, আরও যারা টিকিট পেল

আগামী ২০২৬ সালের বিশ্বকাপ ফুটবলে প্রথমবারের মতো খেলার সুযোগ করে নিয়েছে উজবেকিস্তান ও জর্ডান। একই রাতে বিশ্বকাপের মঞ্চে জায়গা নিশ্চিত Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন