মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় অনুমোদন ছাড়া জমি ভরাট ও অবৈধভাবে শ্রেণি পরিবর্তনের অভিযোগে একযোগে সাতটি স্থানে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ড্রেজার পাইপ অপসারণ ও বিনষ্ট করেছে ভ্রাম্যমাণ আদালত।বুধবার (০৯ জুলাই) বিকেল সাড়ে ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এই অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) তৌহিদুল ইসলাম বারি।তিনি জানান, উপজেলার মালখানগর ইউনিয়নের নাটেশ্বর, বাড়ৈপাড়া, রাজদিয়া, বয়রাগাদী হাজী বাড়ি এবং নোয়াব্দা ব্রিজসহ মোট ৭টি স্থানে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। অভিযানে বিপুল পরিমাণ অবৈধ ড্রেজার পাইপ জব্দ ও ধ্বংস করা হয়েছে।সহকারী কমিশনার (ভূমি) তৌহিদুল ইসলাম বারি আরও বলেন, ‘জনস্বার্থে অবৈধ ড্রেজিং ও অনুমোদনহীনভাবে জমির শ্রেণি পরিবর্তন রোধে উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হবে।’এসআর
Source: সময়ের কন্ঠস্বর