টাঙ্গাইলের মির্জাপুরে ডিবি পুলিশ পরিচয়ে অটোরিকসা, মোবাইল ও নগদ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। বুধবার (৯ জুলাই) সকালে উপজেলার পুরাতন ঢাকা-টাঙ্গাইল সড়কের পুষ্টকামুরী ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে। ভুক্তভোগী অটোরিকশাচালক ফিরুজ মিয়া জানান, কুতুববাজার এলাকা থেকে এক যাত্রী নিয়ে তিনি যাচ্ছিলেন মির্জাপুর বাইপাসের দিকে। পথে পুষ্টকামুরী ব্রিজ এলাকায় পৌঁছালে একটি সাদা প্রাইভেটকার থেকে তিন ব্যক্তি নেমে রিকশার গতিরোধ করে। তাদের একজনের হাতে ছিল পিস্তল, আরেকজনের হাতে ওয়্যারলেস, অপরজনের হাতে হ্যান্ডকাফ।তারা নিজেদের ডিবি পুলিশের পরিচয় দিয়ে ভয়ভীতি দেখিয়ে ফিরুজ মিয়া ও তাঁর যাত্রীকে গাড়িতে তোলে। পরে একজন ছিনতাইকারী ফিরুজ মিয়ার অটোরিকশা নিয়ে চলে যায়। প্রাইভেটকারের ভেতর চালককে মারধর করে তাঁর মোবাইল ফোন এবং পকেটে থাকা ১৪০ টাকার মধ্যে ১০০ টাকা ছিনিয়ে নেয়। প্রায় ৩ থেকে ৪ কিলোমিটার যাওয়ার পর তাঁকে গাড়ি থেকে নামিয়ে রেখে পালিয়ে যায় তারা।ঘটনার সত্যতা নিশ্চিত করে মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাশেদুল ইসলাম বলেন, ‘ভুক্তভোগী থানায় লিখিত অভিযোগ করেছেন। ঘটনার তদন্ত চলছে এবং জড়িতদের শনাক্ত ও আটকের চেষ্টা চলছে।’আরডি
Source: সময়ের কন্ঠস্বর