ফিফা ক্লাব বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে আজ মুখোমুখি হবে পিএসজি ও রিয়াল মাদ্রিদ। এছাড়াও উইম্বলডনের সেমিফাইনালের ওঠার লড়াইয়ে মাঠে নামবে জকোভিচ ও সিনার। একনজরে দেখে নিন টিভিতে আজকের খেলা-ফুটবলক্লাব বিশ্বকাপ: সেমিফাইনালপিএসজি-রিয়াল মাদ্রিদরাত ১টা, ডিএজেডএন ওয়েবসাইটটেনিসউইম্বলডনকোয়ার্টার ফাইনালসন্ধ্যা ৬টা, স্টার স্পোর্টস সিলেক্ট ১ ও ২ক্রিকেটমেয়েদের টি-টোয়েন্টিইংল্যান্ড-ভারতরাত ১১-৩০ মি., সনি স্পোর্টস ১আরডি
Source: সময়ের কন্ঠস্বর