ঠিকভাবে তিন বেলা খেতে পারিনি। পড়ালেখার খরচ ছিল না। স্যাররা ফ্রি প্রাইভেট পড়াইছেন, বসুন্ধরা গ্রুপের উপবৃত্তির মাধ্যমে উচ্চ মাধ্যমিক পাস করেছি।  আল্লাহর রহমতে কাক্সিক্ষত স্বপ্ন পূরণ করতে পেরেছি। আমার বাবা-মাসহ স্যাররা অনেক খুশি।কথাগুলো বলেছিলেন, অদম্য মেধাবী আল আমিন অলি হোসেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বি-ইউনিটে (কলা, আইন ও সামাজিক বিজ্ঞান) ভর্তির সুযোগ পেয়েছেন। তার প্রাপ্ত নম্বর- ৭৯.২৫।এই শিক্ষার্থীর বাড়ি কুড়িগ্রামের উলিপুর পৌরসভার হায়াৎখাঁন এলাকায়। তিনি জহুরুল হক-কল্পনা দম্পতির ছেলে। বাবা জহুরুল হক (৫২) একজন রিকশাচালক, মা কল্পনা বেগম (৪২) স্থানীয় একটি কারুপণ্যের শ্রমিক। শত কষ্ট আর দারিদ্রতাকে হার মানিয়ে সন্তানের এমন সফলতায় উচ্ছ্বসিত এই দম্পতি।২০২৪ সালের এইচএসসি পরীক্ষার ফলাফলে উলিপুর সরকারি কলেজ থেকে মানবিক শাখায় জিপিএ-৫ পেয়েছেন আল আমিন হোসেন অলি। এর আগে ২০২২ সালে উলিপুর মহারাণী স্বর্ণময়ী স্কুল অ্যান্ড কলেজ থেকে এসএসসি পরীক্ষার ফলাফলে জিপিএ-৫ পান। পরে তাকে উচ্চমাধ্যমিক পর্যায়ে লেখাপড়ার জন্য দেশের শীর্ষস্থানীয় একটি শিল্প প্রতিষ্ঠান গ্রুপ শিক্ষা বৃত্তি প্রদান করে।আল আমিন হোসেনের বাবা জহুরুল হক জানান, ‘অনেক কষ্ট করে ছাওয়াটাকে (ছেলেকে) পড়াইছি। এর মধ্যে বিভিন্ন সাহায্য সহযোগিতাও পেয়েছি। এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছে। খুবই খুশি হয়েছি।’ তিনি আরো বলেন, আমি গরীর মানুষ নুন আনতে পান্তা ফুরায়। জমিজমা বলতে দুই শতক বসতবাড়ি। ১৫ বছর বাদাম বিক্রি করেছি। গ্রামে ফেরি করে দুই মেয়েকে বিয়ে দিয়েছি। দীর্ঘ ২৫ বছর ধরে রিকশা চালাই। এখন বয়স হয়েছে ঠিকমতো চলাফেরা করতে পারি না। ঋণ করে ব্যাটারিচালিত একটি রিকশা বানিয়েছি। সেটিও পুরাতন হয়েছে। ওটা দিয়েই কোনরকম আয় রোজগার করি। তা দিয়ে টেনেটুনে সংসার চলে।জহুরুল হকের স্ত্রী কল্পনা বেগম বলেন, ‘ছয় মাস বয়সী কোলের সন্তান রেখে কারুপণ্যে যাই। তখন থেকেই কারুপণ্যে কাজ করি। শিক্ষা বৃত্তি দিয়ে আমার ছেলেটা আইএ (এইচএসসি) পর্যন্ত লেখাপড়া করতে পেরেছে। এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছে। ভর্তি হতে নাকি অনেক টাকা লাগবে। তাছাড়া ঢাকায় পড়তে অনেক টাকা খরচ হবে, কীভাবে কি হবে কিছু বুঝতেছি না। আল্লাহর রহমত ছাড়া কোনো উপায় নেই।’আল আমিন অলি হোসেন বলেন, ‘এইচএসসি পাস করার পর শিক্ষাবৃত্তি বন্ধ হয়ে গেলে হতাশায় পড়ে যাই। মনে হয়েছিল আর পড়াশোনা করতে পারব না। পরে কলেজের খায়রুল ইসলাম স্যারের সহযোগিতায় বিনামূল্যে ভর্তি কোচিং করলেও ঢাকায় পরীক্ষা দিতে যাওয়ার টাকাও ছিল না। আল্লাহর রহমতে বি-ইউনিটে ভর্তির সুযোগ পেয়েছি, এখনতো আরও অনেক টাকা লাগবে।’উলিপুর সরকারি কলেজের প্রভাষক খায়রুল ইসলাম বলেন, যাদের বাহিরে গিয়ে ভর্তি কোচিং করার মতো সাধ্য নেই। তাদেরকে ‘স্বপ্নপূরণ’ অ্যাডমিশন অ্যান্ড একাডেমিক কেয়ারের মাধ্যমে ভর্তি কোচিং করানো হয়। আলামিন হোসেন অলিও এই কোচিং এর একজন শিক্ষার্থী। সে অত্যন্ত মেধাবী, বিনয়ী, ভদ্র এবং সম্ভাবনময় ছাত্র। বাবা-মা দরিদ্র হওয়ায় তার পক্ষে শিক্ষার ব্যয় ভার বহন করা খুবই কষ্টকর । তাকে বিশ্ববিদ্যালয় ভর্তির জন্য প্রস্তুত করতে বিনামূল্যে সহায়তা করেছি। অলি হোসেন দেখিয়ে দিয়েছে ঠিক দিকনির্দেশনা পেলে গ্রাম থেকেও বিশ্ববিদ্যালয় ভর্তিতে চান্স পাওয়া যায়।

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
শেরপুর-ময়মনসিংহ যোগাযোগে নতুন দুয়ার উন্মোচন হচ্ছে
শেরপুর-ময়মনসিংহ যোগাযোগে নতুন দুয়ার উন্মোচন হচ্ছে

শেরপুর জেলা শহরের কানাশাখোলা বাজারের সংযোগ সড়ক থেকে শুরু হয়ে ভীমগঞ্জ বাজার-নারায়ণখোলা-রামভদ্রপুর-পরানগঞ্জ হয়ে ময়মনসিংহ মহানগরের রহমতপুরের সাথে মিলিত হচ্ছে নতুন Read more

সিলেট-সুনামগঞ্জে তৃতীয় দফায় বন্যার আশঙ্কা
সিলেট-সুনামগঞ্জে তৃতীয় দফায় বন্যার আশঙ্কা

বৃষ্টিপাত কমায় দেশের উত্তর-পূর্বাঞ্চলের প্রধান নদ-নদীর পানি কমছিলো গত কিছুদিন ধরে। তবে জুলাইয়ের প্রথম দিকে সিলেট ও সুনামগঞ্জ জেলার নদীর Read more

‘সরকার চাইলে ছয় মাসে ভোটের প্রস্তুতি সম্ভব’
‘সরকার চাইলে ছয় মাসে ভোটের প্রস্তুতি সম্ভব’

বৃহস্পতিবার প্রকাশিত পত্রিকাগুলোর প্রথম পাতায় সাফ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের মেয়েদের শিরোপা জয়ের খবর প্রাধান্য পেয়েছে। সাথে নির্বাচনের চাপ বাড়া, Read more

র‌্যাবের নতুন ডিজি শহিদুর, ডিএমপি কমিশনারেও পরিবর্তন
র‌্যাবের নতুন ডিজি শহিদুর, ডিএমপি কমিশনারেও পরিবর্তন

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) নতুন মহাপরিচালক হয়েছেন এ কে এম শহিদুর রহমান।

শতরানের জুটি, তানজীদের ফিফটির পরও এইচপির ‘২৫০’
শতরানের জুটি, তানজীদের ফিফটির পরও এইচপির ‘২৫০’

অস্ট্রেলিয়া সফরে নিজেদের প্রথম ম্যাচে দারুণ শুরুর পরও আশা অনুযায়ী ব্যাটিং করতে পারেনি বাংলাদেশ হাই পারফর্ম্যান্স ইউনিট (এইচপি)।

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন