ময়মনসিংহে ব্যবসায়ী আরিফ মিয়াকে ছুরিকাঘাতে হত্যার প্রতিবাদে এবং হত্যাকাণ্ডের ঘটনায় জড়িতদের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে মানববন্ধন করেছেন নিহতের স্বজন ও স্থানীয় এলাকাবাসী।মঙ্গলবার (৮ জুলাই) বিকেলে নগরীর বলাশপুর হাক্কানি মোড় এলাকায় প্রায় শতাধিক নারী-পুরুষ ঘণ্টাব্যাপী মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেন।মানববন্ধনে নিহতের মেয়ে তামান্না বলেন, ‘আমার বাবাকে অনেক কষ্ট দিয়ে মেরেছে ওরা। ওদের সবার শাস্তি চাই, ফাঁসি চাই।’নিহতের ভাতিজা দিদার অভিযোগ করে বলেন, ‘আমার চাচাকে প্রথমবার ছুরিকাঘাত করার পর আমরা মামলা করতে চাইলে এলাকার কিছু লোক বাধা দেয়। তারা মীমাংসার কথা বলে। কিন্তু কোনো মীমাংসা হয়নি। পরে থানায় মামলা করতে গেলে ফোনে আবার সামাজিক সমাধানের চাপ আসে। এরপর সাগর প্রকাশ্যে অস্ত্র নিয়ে হুমকি দিতে থাকে। পরে নিরুপায় হয়ে আমরা ৭ ধারায় মামলা করি। এর জেরেই আমার চাচাকে হত্যা করা হয়।’স্থানীয় বাসিন্দা হারুন-অর-রশীদ বলেন, ‘সাখাওয়াত হোসেন সাগর পেশায় ছিনতাইকারী ও মাদক ব্যবসায়ী। তার অত্যাচারে এলাকাবাসী অতিষ্ঠ। কেউ প্রতিবাদ করলে অস্ত্র নিয়ে হুমকি দেয়। আমরা চাই মাদক ও সন্ত্রাসমুক্ত এলাকা, আর কোনো মায়ের বুক যেন খালি না হয়।’মানববন্ধনে আরও বক্তব্য রাখেন নিহতের বাবা আব্দুল কাদির মণ্ডল, বড় ভাই আকরাম, বোন জামাই মঞ্জুরুল হক, চাচা হান্নান মিয়া এবং প্রতিবেশী চাচা সবুজ মিয়া।এর আগে, গত ৬ জুলাই সন্ধ্যা ৭টার দিকে ময়মনসিংহ নগরীর বলাশপুর এলাকায় ছুরিকাঘাতে আরিফ মিয়া (৪০) নিহত হন। তিনি ওই এলাকার আব্দুল কাদের মন্ডলের ছেলে।কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শিবিরুল ইসলাম বলেন, ‘আরিফ হত্যাকান্ডের ঘটনায় অভিযুক্ত সাগরের মা সমর্থ বানু ও বোন স্বপ্না আক্তারকে গ্রেফতার করা হয়েছে। প্রধান আসামি সাগরকে গ্রেফতারে চেষ্টা চলছে।’এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ঝিনাইদহে ৫ মাসে ২৩ খুন: তুচ্ছ ঘটনায় বাড়ছে খুনোখুনি
ঝিনাইদহে ৫ মাসে ২৩ খুন: তুচ্ছ ঘটনায় বাড়ছে খুনোখুনি

ঝিনাইদহে তুচ্ছ ঘটনায় খুনোখুনির ঘটনা বাড়ছে। সম্প্রতি জেলার ছয় উপজেলায় বেশ কয়েকটি খুনের ঘটনা ঘটেছে। আধিপত্য বিস্তারে রাজনৈতিক কর্মীকে হত্যা Read more

চকরিয়ায় ক্যামব্রিয়ান স্কুলে হামলা, শিক্ষক-ছাত্রীসহ আহত ৭
চকরিয়ায় ক্যামব্রিয়ান স্কুলে হামলা, শিক্ষক-ছাত্রীসহ আহত ৭

কক্সবাজারের চকরিয়ার ক্যামব্রিয়ান স্কুলে অতর্কিত হামলায় দুই শিক্ষক, এক ছাত্রীসহ অন্তত সাতজন আহত হয়েছেন। হামলাকারীরা স্কুলে ভাঙচুর চালিয়ে শিক্ষকদের মারধর Read more

‘গণতান্ত্রিকভাবে নির্বাচিত কোন প্রধানমন্ত্রী দেশ ছেড়ে পালিয়ে যায় না’
‘গণতান্ত্রিকভাবে নির্বাচিত কোন প্রধানমন্ত্রী দেশ ছেড়ে পালিয়ে যায় না’

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভাইস চেয়ারম্যান ড. আসাদুজ্জামান রিপন বলেছেন, 'গণতন্ত্র মনে থাকতে হবে, গণতন্ত্র জাতীয় জীবনেও থাকতে হবে। গণতন্ত্র Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন