ময়মনসিংহে ব্যবসায়ী আরিফ মিয়াকে ছুরিকাঘাতে হত্যার প্রতিবাদে এবং হত্যাকাণ্ডের ঘটনায় জড়িতদের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে মানববন্ধন করেছেন নিহতের স্বজন ও স্থানীয় এলাকাবাসী।মঙ্গলবার (৮ জুলাই) বিকেলে নগরীর বলাশপুর হাক্কানি মোড় এলাকায় প্রায় শতাধিক নারী-পুরুষ ঘণ্টাব্যাপী মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেন।মানববন্ধনে নিহতের মেয়ে তামান্না বলেন, ‘আমার বাবাকে অনেক কষ্ট দিয়ে মেরেছে ওরা। ওদের সবার শাস্তি চাই, ফাঁসি চাই।’নিহতের ভাতিজা দিদার অভিযোগ করে বলেন, ‘আমার চাচাকে প্রথমবার ছুরিকাঘাত করার পর আমরা মামলা করতে চাইলে এলাকার কিছু লোক বাধা দেয়। তারা মীমাংসার কথা বলে। কিন্তু কোনো মীমাংসা হয়নি। পরে থানায় মামলা করতে গেলে ফোনে আবার সামাজিক সমাধানের চাপ আসে। এরপর সাগর প্রকাশ্যে অস্ত্র নিয়ে হুমকি দিতে থাকে। পরে নিরুপায় হয়ে আমরা ৭ ধারায় মামলা করি। এর জেরেই আমার চাচাকে হত্যা করা হয়।’স্থানীয় বাসিন্দা হারুন-অর-রশীদ বলেন, ‘সাখাওয়াত হোসেন সাগর পেশায় ছিনতাইকারী ও মাদক ব্যবসায়ী। তার অত্যাচারে এলাকাবাসী অতিষ্ঠ। কেউ প্রতিবাদ করলে অস্ত্র নিয়ে হুমকি দেয়। আমরা চাই মাদক ও সন্ত্রাসমুক্ত এলাকা, আর কোনো মায়ের বুক যেন খালি না হয়।’মানববন্ধনে আরও বক্তব্য রাখেন নিহতের বাবা আব্দুল কাদির মণ্ডল, বড় ভাই আকরাম, বোন জামাই মঞ্জুরুল হক, চাচা হান্নান মিয়া এবং প্রতিবেশী চাচা সবুজ মিয়া।এর আগে, গত ৬ জুলাই সন্ধ্যা ৭টার দিকে ময়মনসিংহ নগরীর বলাশপুর এলাকায় ছুরিকাঘাতে আরিফ মিয়া (৪০) নিহত হন। তিনি ওই এলাকার আব্দুল কাদের মন্ডলের ছেলে।কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শিবিরুল ইসলাম বলেন, ‘আরিফ হত্যাকান্ডের ঘটনায় অভিযুক্ত সাগরের মা সমর্থ বানু ও বোন স্বপ্না আক্তারকে গ্রেফতার করা হয়েছে। প্রধান আসামি সাগরকে গ্রেফতারে চেষ্টা চলছে।’এনআই
Source: সময়ের কন্ঠস্বর