চাঁদাবাজিসহ দলীয় শৃঙ্খলা ভঙ্গ, আদর্শবিরোধী এবং অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে গাজীপুর মহানগর বিএনপির চার নেতাকে দল থেকে বহিষ্কার করেছে বিএনপির কেন্দ্রীয় কমিটি।রবিবার (৬ জুলাই) রাতে দলের সহ-দপ্তর সম্পাদক অ্যাডভোকেট মো. তাইফুল ইসলাম টিপুর স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বহিষ্কারের বিষয়টি জানানো হয়। বহিষ্কৃতরা হলেন—গাজীপুর মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক রাকিব উদ্দিন সরকার পাপ্পু, মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আব্দুল হালিম মোল্লা, বিএনপির সাবেক সদস্য জিয়াউল হাসান স্বপন (জিএস স্বপন) এবং টঙ্গী পূর্ব থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সিরাজুল ইসলাম সাথী।বিজ্ঞপ্তিতে বলা হয়, দলের শৃঙ্খলা, নীতি, আদর্শ ও সংহতির পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট প্রমাণ পাওয়ায় তাদেরকে প্রাথমিক সদস্যপদসহ সকল পর্যায়ের পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।দলীয় সূত্র জানায়, বহিষ্কৃতদের বিরুদ্ধে দীর্ঘদিন ধরেই বিভিন্ন ধরনের অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ জমা পড়ছিল কেন্দ্রীয় দপ্তরে। এর মধ্যে বিএনপি নেতা জিএস স্বপনের বিরুদ্ধে চাঁদাবাজি ও মামলা বাণিজ্যের অভিযোগে রবিবার দুপুরে টঙ্গী পূর্ব থানায় দায়ের করা একটি মামলায় তাকে গ্রেপ্তার করে পুলিশ। এই মামলার এজাহারে তাকে ‘চাঁদাবাজ চক্রের’ অন্যতম হোতা হিসেবে উল্লেখ করা হয়।অপরদিকে, মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আব্দুল হালিম মোল্লা ও ৫০ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক কাজী হুমায়ুনের মধ্যে ব্যবসায়িক দ্বন্দ্বকে কেন্দ্র করে গত ২৩ মে ও ২৮ জুন টঙ্গীতে দুটি বড় সংঘর্ষ ঘটে। ওই সময় ককটেল বিস্ফোরণ, ফাঁকা গুলি ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। সংঘর্ষে গণমাধ্যমকর্মীসহ অন্তত ৩০ জন আহত হন।বিএনপির অপর দুই নেতা রাকিব উদ্দিন সরকার পাপ্পু ও সিরাজুল ইসলাম সাথীর বিরুদ্ধেও চাঁদাবাজিসহ একাধিক অভিযোগ কেন্দ্রীয় কমিটির কাছে জমা পড়ে। এসব অভিযোগ যাচাই-বাছাই শেষে তাদের বিরুদ্ধেও সাংগঠনিক সিদ্ধান্ত নেওয়া হয়।এ বিষয়ে গাজীপুর মহানগর বিএনপির সিনিয়র নেতৃবৃন্দের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের বক্তব্য পাওয়া যায়নি।এনআই
Source: সময়ের কন্ঠস্বর