কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ঈদগাহ মাঠের পরিচালনা কমিটির বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগে কমিটির কার্যক্রম স্থগিত করে নতুন করে আহবায়ক কমিটি করায় এসিল্যান্ডসহ ২৬ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।গত বৃহস্পতিবার (৩ জুলাই) সাবেক কমিটির সভাপতি মুজিবুর রহমান এবং সাধারণ সম্পাদক সিদ্দিক হোসেন মাসুদ বাদী হয়ে কিশোরগঞ্জ সহকারী জজ আদালতে এই মামলা দায়ের করলেও বিষয়টি আজ রবিবার (০৬ জুলাই) দুপুরে জানা যায়।মামলায় উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ মামুন সরকারকে প্রধান আসামি করে উপজেলা কৃষি কর্মকর্তা, পৌর নির্বাহী কর্মকর্তা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, পাকুন্দিয়া থানার ওসি, উপজেলা সমাজসেবা কর্মকর্তা, উপজেলা প্রকৌশলী, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং তিন জন সাংবাদিকসহ ২৬ জনকে আসামি করা হয়েছে।জানা যায়, বর্তমানে এই ঈদগাহের ব্যাংক অ্যাকাউন্টে কোটি টাকার ফান্ড রয়েছে। ঈদগাহটির ৩১ সদস্যবিশিষ্ট কমিটি দ্বারা পরিচালিত হয়ে আসছে। বেশ কিছুদিন যাবত স্থানীয় মুসল্লিরা পরিচালনা কমিটির বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ তুলে আসছে। এ প্রেক্ষিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা উপজেলার সহকারী কমিশনারকে দায়িত্ব দেন। গত (২৬ মে) সহকারী কমিশনার (ভূমি) ঈদগাহ পরিচালনা কমিটির কার্যক্রম স্থগিত করে উপজেলা কৃষি কর্মকর্তা নূর-ই-আলমকে আহবায়ক করে ২৬ জনকে দিয়ে একটি আহবায়ক কমিটি গঠন করা হয়। সাবেক কমিটির সদস্যরা নতুন আহবায়ক কমিটি প্রত্যাখ্যান করে কিশোরগঞ্জ সহকারী জজ আদালতে আহবায়ক কমিটি বাতিল চেয়ে এবং সাবেক কমিটি পুনর্বহাল চেয়ে আহবায়ক কমিটির ২৬ জনকেই বিবাদি করে একটি মামলা দায়ের করেন।এ বিষয়ে পাকুন্দিয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ বিল্লাল হোসেনের সঙ্গে ফোনে কথা হলে তিনি বলেন, ‘সাবেক কমিটির বিরুদ্ধে বিভিন্ন দুর্নীতি ও অনিয়মের লিখিত অভিযোগ পাওয়ায় কমিটির কার্যক্রম স্থগিত করা হয়েছে এবং একটি আহবায়ক কমিটি দেয়া হয়েছে। তাছাড়া সাবেক কমিটি দিয়ে ঈদগাহ মাঠের কার্যক্রম পরিচালনা করলে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হওয়ারও আশঙ্কা ছিল। সাবেক কমিটি তদন্তে সহযোগিতা না করে উল্টো মামলা দায়ের করায় তাদের বিরুদ্ধে আনীত অভিযোগের সত্যতা রয়েছে মনে হচ্ছে।’এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
১৬ বছর পর বড় পরিসরে পহেলা বৈশাখ উদযাপনের সিদ্ধান্ত বিএনপির
১৬ বছর পর বড় পরিসরে পহেলা বৈশাখ উদযাপনের সিদ্ধান্ত বিএনপির

গত বছর ৫ আগস্ট স্বৈরাচারী শেখ হাসিনার পতনের পর থেকে রাজনৈতিক দলগুলো নির্বিঘ্নে তাদের দলীয় কর্মসূচি পালন করছে। এবার দীর্ঘ Read more

শেরপুরের নকলায় পল্লী চিকিৎসক হত্যার অভিযোগ
শেরপুরের নকলায় পল্লী চিকিৎসক হত্যার অভিযোগ

শেরপুরের নকলায় শফিকুল ইসলাম শফিক (৬০) নামে এক পল্লী চিকিৎসককে হত্যার অভিযোগ উঠেছে।

ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে চাল আত্মসাৎ করার অভিযোগ
ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে চাল আত্মসাৎ করার অভিযোগ

মেহেরপুরের গাংনীর কাজিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলম হুসাইনের বিরুদ্ধে দুস্থ অসহায়দের চাল আত্মসাৎ এর অভিযোগ উঠেছে। ঈদুল ফিতরে অসচ্ছল দুস্থ ও Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন