এবার দুই শতাধিক বাংলাদেশি নাগরিকের একটি বড় দলকে ভারতীয় বিমান বাহিনীর (আইএএফ) বিশেষ উড়োজাহাজে করে বাংলাদেশের সীমান্তবর্তী রাজ্যগুলোতে পাঠানো হয়েছে। সেখানে তাদের বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ) কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।জানা যায়, দেশটির গুজরাট রাজ্যে ‘অবৈধভাবে বসবাসকারী’ হিসেবে এসব সন্দেহভাজন বাংলাদেশিকে চিহ্নিত করা হয়। সেখান থেকে বিএসএফ তাদের বাংলাদেশের দিকে ফেরত পাঠাবে।এর আগে, গত দুই মাস ধরে গুজরাট পুলিশ এই বিদেশি নাগরিকদের শনাক্তকরণে অভিযান চালিয়ে আসছিল। এ প্রক্রিয়ার অংশ হিসেবেই বৃহস্পতিবার (৪ জুলাই) ২০০-এরও বেশি ব্যক্তিকে বিশেষ বিমানে ভাদোদরা এয়ারফোর্স বেস থেকে সীমান্তবর্তী রাজ্যগুলোতে পাঠানো হয়।গুজরাট পুলিশের কর্মকর্তারা জানান, বিদেশি নাগরিক নিবন্ধন সংস্থাগুলোর (এফআরআরও) সহযোগিতায় ও কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে এই প্রত্যাবাসন প্রক্রিয়া সম্পন্ন হচ্ছে। এদের মধ্যে বাংলাদেশি নাগরিক ছাড়াও কিছু অনথিভুক্ত ও সন্দেহভাজন ব্যক্তিও রয়েছেন। খবর ইন্ডিয়ান এক্সপ্রেসের।উল্লেখ্য, গত এপ্রিলে জম্মু ও কাশ্মীরের পেহেলগামে ঘটে যাওয়া হামলার পর অভ্যন্তরীণ নিরাপত্তা জোরদার করতে কেন্দ্রীয় সরকার অবৈধ বিদেশিদের শনাক্ত ও বহিষ্কারের নির্দেশ দেয়।এক জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘তাদের সীমান্তবর্তী রাজ্যগুলোতে নামিয়ে দেয়া হবে, যেখান থেকে বিএসএফ তাদের নিয়মানুযায়ী বাংলাদেশে ফেরত পাঠাবে।’তিনি আরও জানান, গুজরাটে তাদের সাময়িক হেফাজতে রাখার সময় থেকেই বহিষ্কারের প্রস্তুতি চলছিল। এবার সেই প্রক্রিয়ার প্রথম দফা বাস্তবায়ন হলো।এই সব বাংলাদেশি নাগরিকদের গুজরাট এটিএস-এর কঠোর নিরাপত্তা ব্যবস্থায় ভাদোদরা বিমানঘাঁটিতে আনা হয় এবং সেখান থেকে আইএএফ-এর এয়ারবাস-এ৩২১ মডেলের একটি বিশেষ ফ্লাইটে সীমান্তবর্তী রাজ্যগুলোর উদ্দেশে যাত্রা করে।ভারতে বসবাসরত অবৈধ বিদেশিদের বহিষ্কারের পদক্ষেপ হিসেবে এই ঘটনাকে দেখা হচ্ছে একটি গুরুত্বপূর্ণ নজির হিসেবে। এই ধরনের অভিযানে ভবিষ্যতে আরও গতি আনার ইঙ্গিত দিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। তবে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে এই ঘটনায় এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মাদক সেবনের অভিযোগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেত্রী বহিষ্কার
মাদক সেবনের অভিযোগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেত্রী বহিষ্কার

‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, চট্টগ্রাম মহানগর’ কমিটির মুখপাত্র ফাতেমা খানম লিজাকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। তার মাদক সেবন ও অনিয়ন্ত্রিত Read more

চট্টগ্রামের আনোয়ারায় মাটি কাটার মহোৎসব
চট্টগ্রামের আনোয়ারায় মাটি কাটার মহোৎসব

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় সরকারি জমি দখল করে প্রকাশ্যে মাটি কেটে বিক্রির মহোৎসব চলছে। স্থানীয় এক বিএনপি নেতার প্রত্যক্ষ মদদে উপজেলার Read more

আওয়ামী দালালদের কাছ থেকে সুবিধা নিয়েছে এনসিপি: মির্জা আব্বাস
আওয়ামী দালালদের কাছ থেকে সুবিধা নিয়েছে এনসিপি: মির্জা আব্বাস

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, প্রশাসনে বিএনপির লোকজন বসে নেই। প্রশাসনে থাকা আওয়ামী দালালদের কাছ থেকে সুবিধা নিয়েছে Read more

ঈদের ছুটি শেষে কর্মস্থলে ফিরছে মানুষ
ঈদের ছুটি শেষে কর্মস্থলে ফিরছে মানুষ

পবিত্র ঈদুল- ফিতরের ছুটি শেষে জীবিকার টানে রাজধানীতে ফিরতে শুরু করেছে মানুষ। ফের পুরনো রূপে ফিরছে ঢাকা।  শনিবার (৫ এপ্রিল) সরেজমীনে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন