বরগুনায় ডেঙ্গু পরিস্থিতি ক্রমেই ভয়াবহ রূপ ধারণ করছে। সংক্রমণের মাত্রা এতটাই বেড়েছে যে, তা নিয়ন্ত্রণে হিমশিম খাচ্ছে স্বাস্থ্য বিভাগ। গত ২৪ ঘণ্টায় জেলার বিভিন্ন হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে রেকর্ড ১০২ জন রোগী ভর্তি হয়েছেন, যা চলতি বছরের মধ্যে একদিনে সর্বোচ্চ ভর্তির সংখ্যা।স্বাস্থ্য বিভাগের তথ্যমতে, ৫ জুলাই সকাল ৮টা থেকে ৬ জুলাই সকাল ৮টা পর্যন্ত সময়ে বরগুনা জেনারেল হাসপাতালে ৭৬ জন, পাথরঘাটা উপজেলায় ১২ জন, তালতলীতে ৭ জন এবং বামনায় ৭ জন রোগী ভর্তি হয়েছেন। এর আগে, গত ২৩ জুন সর্বোচ্চ ৯৩ জন রোগী ভর্তি হয়েছিল।সরকারি হিসাবে বরগুনায় ডেঙ্গুতে এখন পর্যন্ত মৃত্যুর সংখ্যা ৬ জন। বেসরকারি বিভিন্ন সূত্র বলছে, চলতি বছর ডেঙ্গুতে জেলার অন্তত ৩০ জন মারা গেছেন। এর মধ্যে ৬ জন স্থানীয় হাসপাতালে এবং বাকিরা রাজধানীসহ দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।বরগুনা জেনারেল হাসপাতালসহ বিভিন্ন উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে রোগীর চাপ এতটাই বেড়েছে যে, স্বাভাবিক চিকিৎসা কার্যক্রম ব্যাহত হচ্ছে। বেডের সংকট চরমে পৌঁছেছে। অনেক রোগীকে হাসপাতালের মেঝে, সিঁড়ি ও রিসেপশন এলাকায় চিকিৎসা নিতে হচ্ছে। সরেজমিনে দেখা গেছে, হাসপাতালের সিঁড়ি, করিডোর ও ব্যালকনিও এখন রোগীদের চিকিৎসার জায়গায় পরিণত হয়েছে।সাধারণ মানুষের অভিযোগ, পৌরসভা ও স্থানীয় প্রশাসন মশক নিধন কার্যক্রমে গড়িমসি করছে। জনসচেতনতা তৈরির উদ্যোগও অত্যন্ত সীমিত। বিশেষ করে গ্রামাঞ্চলে কার্যকর কোনো পদক্ষেপ না নেওয়ায় পরিস্থিতি দিন দিন নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে।বরগুনার সিভিল সার্জন ডা. মোহাম্মদ আবুল ফাত্তাহ বলেন, ‘দিন দিন ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়ছে। সংক্রমণ নিয়ন্ত্রণে আসছে না। চিকিৎসাসেবা দিতে আমরা কঠিন চাপে আছি। এ অবস্থা অব্যাহত থাকলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে।’তিনি আরও বলেন, ‘এই সংকট কাটিয়ে উঠতে স্থানীয়দের সচেতনতা, পরিচ্ছন্নতা কার্যক্রম এবং ব্যাপক মশক নিধন অভিযান চালানো জরুরি।’পিএম

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ভাঙ্গুড়ায় ব্যস্ততা বেড়েছে ছাতা কারিগরদের
ভাঙ্গুড়ায় ব্যস্ততা বেড়েছে ছাতা কারিগরদের

জ্যৈষ্ঠের শেষে পাবনার ভাঙ্গুড়া উপজেলায় ছাতা বিক্রেতা ও কারিগরদের ব্যস্ততা বেড়েছে। ঋতু পরিক্রমায় এখন চলছে জ্যৈষ্ঠ মাস। অবিরাম বৃষ্টি না Read more

গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগে স্ত্রীসহ চিকিৎসক গ্রেপ্তার
গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগে স্ত্রীসহ চিকিৎসক গ্রেপ্তার

চুরির অপবাদে গৃহকর্মী শিশুকে (১০) নির্যাতনের অভিযোগে এক চিকিৎসক ও তার স্ত্রীকে গ্রেপ্তার করেছে সাভার থানা পুলিশ। ভুক্তভোগী শিশুর মা কুলসুম Read more

অভিযান শুরু হোক দুদকের ভূয়া চেয়ারম্যানের বিরুদ্ধে: দুদক চেয়ারম্যান
অভিযান শুরু হোক দুদকের ভূয়া চেয়ারম্যানের বিরুদ্ধে: দুদক চেয়ারম্যান

দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মোমেন বলেছেন, ১৯৭১ সালের ১৬ ডিসেম্বরে দেশ স্বাধীনের পর একটা বাহিনীর উদ্ভব ঘটলো Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন