ব্রাজিলের রিও ডি জেনেইরোতে শুরু হয়েছে ব্রিকস জোটের নতুন শীর্ষ সম্মেলন। জোটের সদস্য দেশগুলোর রাষ্ট্র ও সরকারপ্রধানরা ইতোমধ্যে শহরটিতে জড়ো হচ্ছেন। তবে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবারের সম্মেলনে অনুপস্থিত রয়েছেন।রোববার (০৬ জুলাই) শুরু হওয়া এই সম্মেলনে জোটটি নিজেকে পশ্চিমা আধিপত্যের বিকল্প হিসেবে তুলে ধরার চেষ্টা করলেও আলোচনায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন শুল্কনীতি ও পশ্চিমা অর্থনৈতিক চাপই মূল প্রাধান্য পাবে বলে ধারণা করা হচ্ছে।ব্রিকস নামটি এসেছে প্রাথমিক ৫ সদস্য—ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকা—এই দেশগুলোর নামের প্রথম অক্ষর থেকে।২০০৯ সালের প্রথম সম্মেলনের পর জোটটি সম্প্রসারণের পথে এগিয়ে গেছে। বর্তমানে এর সদস্য সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০-এ, নতুন সদস্য হিসেবে যুক্ত হয়েছে মিশর, ইথিওপিয়া, ইরান, ইন্দোনেশিয়া, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত। এছাড়া জোটের রয়েছে ১০টি কৌশলগত অংশীদার, যাদের মধ্যে রয়েছে বেলারুশ, কিউবা ও ভিয়েতনামের মতো দেশ।তবে এবারই প্রথম শি জিনপিং কোনো ব্রিকস শীর্ষ সম্মেলনে অনুপস্থিত থাকছেন। তার পরিবর্তে চীনের প্রতিনিধিত্ব করবেন প্রধানমন্ত্রী লি চিয়াং।এদিকে পুতিনের অনুপস্থিতির কারণ আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) গ্রেপ্তারি পরোয়ানা। ২০২২ সালে ইউক্রেনে হামলার প্রেক্ষিতে এই পরোয়ানা জারি হওয়ায় আইসিসির সদস্য ব্রাজিলে গেলে তাকে গ্রেপ্তারের দাবিতে পড়তে হতে পারে—এ জটিলতা এড়াতেই রুশ প্রেসিডেন্ট এ সম্মেলনে আসছেন না বলে মনে করা হচ্ছে।বিশ্লেষকরা বলছেন, এই দুই নেতার অনুপস্থিতি জোটের সংহতি, ঐক্য ও বৈশ্বিক প্রভাব নিয়ে নতুন করে প্রশ্ন তুলছে।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সীমান্তে ৫৪ আফগানকে গুলি করে হত্যা করল পাকিস্তান
সীমান্তে ৫৪ আফগানকে গুলি করে হত্যা করল পাকিস্তান

পাকিস্তান-আফগানিস্তান সীমান্তবর্তী উত্তর-পশ্চিম খাইবার পাখতুনখোয়া প্রদেশের উত্তর ওয়াজিরিস্তানের কাছে ৫৪ আফগানকে গুলি করে হত্যা করেছে পাকিস্তান সেনাবাহিসী।পাকিস্তান সেনাবাহিনী এক বিবৃতিতে Read more

নতুন কর্মসূচি ঘোষণা কোটাবিরোধীদের
নতুন কর্মসূচি ঘোষণা কোটাবিরোধীদের

সরকারি চাকরিতে কোটাব্যবস্থা সংস্কারের দাবিতে নতুন কর্মসূচি ঘোষণা করেছেন কোটাবিরোধী আন্দোলনকারীরা।

ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ, যান চলাচল বন্ধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ, যান চলাচল বন্ধ

আজও রাজধানীর ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছে কোটা আন্দোলনকারীরা।

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন