পঞ্চগড় সদর উপজেলার তিনমাইল এলাকায় এক নারীকে পালাক্রমে ধর্ষণের অভিযোগে চার যুবককে গ্রেফতার করেছে পুলিশ। অভিযোগ রয়েছে, শুক্রবার গভীর রাতে ওই নারী তার শিশুসন্তানসহ অটোতে করে বাড়ি ফেরার পথে পথিমধ্যে ছয়জন যুবক তার পথরোধ করে। পরবর্তীতে তাকে পাশের একটি চা বাগানে নিয়ে গিয়ে ধর্ষণ করা হয়।এ ঘটনায় শনিবার (৬ জুলাই) বিকেলে ভুক্তভোগী নিজেই সদর থানায় একটি মামলা দায়ের করেছেন।গ্রেফতার চারজন হলেন— সদর ইউনিয়নের জগদল বাজার এলাকার জনি ইসলাম (২৭), বিপ্লব হোসেন (২৫), মকছেদুল ইসলাম (৩৩) এবং সাতমেড়া ইউনিয়নের বদিনাজোত এলাকার সাদেকুল ইসলাম (২৮)।সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লা হিল জামান জানান, শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে জাতীয় জরুরি সেবা নম্বরে ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে চা বাগান এলাকা থেকে অচেতন অবস্থায় একজন নারী ও তার শিশুকে উদ্ধার করে আধুনিক সদর হাসপাতালে পাঠায়। পরে ওই নারী কিছুটা সুস্থ হলে বিস্তারিত ঘটনা জানান।ভুক্তভোগী নারী জানান, শিশুর শারীরিক অসুস্থতার কারণে তিনি রাতেই জেমজুট এলাকা থেকে বাবার বাড়ি জগদলের উদ্দেশে রওনা দেন। পঞ্চগড় শহর থেকে অটোতে ওঠার পর তিনমাইল এলাকায় এক পরিচিত চালকের কথামতো অটো থেকে নামার পর ছয়জন যুবক তার পথরোধ করে। পরে তাকে একটি চা বাগানে নিয়ে গিয়ে ভয়ভীতি দেখিয়ে ঘটনার শিকার করেন। অভিযুক্তদের মধ্যে চারজনকে চিনতে পেরেছেন বলেও জানান তিনি।পুলিশ জানায়, মামলা দায়েরের পর তাৎক্ষণিক অভিযান চালিয়ে চারজনকে আটক করা হয়েছে। বাকি দুইজনকে শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।ভুক্তভোগীর ভাই বলেন, ‘রাত দেড়টার দিকে পুলিশ ফোন দিলে আমরা হাসপাতালে যাই। গিয়ে দেখি, আমার বোন অসুস্থ অবস্থায় রয়েছে। আমরা আইন অনুযায়ী অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।’পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. আব্দুল কাশেম জানান, ‘রাত দেড়টার দিকে পুলিশ একজন নারীকে হাসপাতালে নিয়ে আসে। তার শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। প্রয়োজনীয় পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হয়েছে। বর্তমানে তিনি শারীরিকভাবে স্থিতিশীল।’এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নববর্ষের শোভাযাত্রায় থাকছে না আবু সাঈদের ভাস্কর্য
নববর্ষের শোভাযাত্রায় থাকছে না আবু সাঈদের ভাস্কর্য

ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের আয়োজনে রাজধানীতে বাংলা নববর্ষের শোভাযাত্রায় জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ আবু সাঈদের ভাস্কর্য থাকছে না। বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের Read more

এমপক্সের সংক্রমণের ওপর বিশ্বব্যাপী নজরদারি বৃদ্ধি
এমপক্সের সংক্রমণের ওপর বিশ্বব্যাপী নজরদারি বৃদ্ধি

এমপক্সের সংক্রমণের বিরুদ্ধে নজরদারি প্রচেষ্টা বিশ্বব্যাপী বৃদ্ধি করা হচ্ছে। বর্তমান প্রাদুর্ভাবের মোকাবিলায় নতুন একটি চিকিৎসা পদ্ধতি কাজ না করায় এই Read more

ঘূর্ণিঝড়ের প্রভাবে ভোলার সকল রুটে লঞ্চ ও ফেরি চলাচল বন্ধ
ঘূর্ণিঝড়ের প্রভাবে ভোলার সকল রুটে লঞ্চ ও ফেরি চলাচল বন্ধ

ভোলায় ঘূর্ণিঝড় শক্তির প্রভাবে সকাল থেকে বৈরী আবহাওয়া বিরাজ করছে। গুঁড়িগুঁড়ি বৃষ্টিসহ বইছে তীব্র বাতাস। উত্তাল রয়েছে ভোলার মেঘনা ও Read more

ডি মারিয়ার বিদায়ী ক্যানভাস রেকর্ড শিরোপায় রাঙালো আর্জেন্টিনা
ডি মারিয়ার বিদায়ী ক্যানভাস রেকর্ড শিরোপায় রাঙালো আর্জেন্টিনা

নির্ধারিত সময় পেরিয়ে অতিরিক্ত সময়ের ২২ মিনিট গড়িয়েছে। টাইব্রেকার আসন্ন। এমিলিয়ানো মার্টিনেজও বোধহয় প্রস্তুতি নিচ্ছিলেন।

শরীয়তপুরে রোমান হত্যা মামলায় দোষীদের ফাঁসির দাবিতে মানববন্ধন
শরীয়তপুরে রোমান হত্যা মামলায় দোষীদের ফাঁসির দাবিতে মানববন্ধন

শরীয়তপুরের ভেদরগঞ্জ পৌরসভার গৈড্যা গ্রামের বাসিন্দা লুৎফর রহমান রোমানকে নির্মমভাবে হত্যার প্রতিবাদে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছেন এলাকাবাসী। মঙ্গলবার (১৫ এপ্রিল) Read more

বাহাত্তরের সংবিধানে মুক্তিযুদ্ধের ঐক্যের ভিত্তিকে অস্বীকার করা হয়েছে: জোনায়েদ সাকি
বাহাত্তরের সংবিধানে মুক্তিযুদ্ধের ঐক্যের ভিত্তিকে অস্বীকার করা হয়েছে: জোনায়েদ সাকি

মুজিবনগর সরকারের ঘোষিত অঙ্গীকার সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠার কথা উল্লেখ করে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন