নারায়ণগঞ্জের ফতুল্লায় চার স্কুলছাত্রীকে আটকে রেখে ধর্ষণের অভিযোগে পাগলা উচ্চ বিদ্যালয়ের খণ্ডকালীন শিক্ষক মিজানুর রহমান ওরফে মিজান (৪৫) গ্রেপ্তার করেছে পুলিশ। একই ভুক্তভোগী তিন স্কুলছাত্রীকে উদ্ধার করা হয়েছে।বুধবার (২৫ জুন) সকালে ঢাকার মোহাম্মদপুরের একটি বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তার মিজানুর রহমান মিজান বরিশাল জেলার আগৈলঝাড়ার মৃত আবু তালেব শিকদারের ছেলে। তার বিরুদ্ধে ঢাকার একটি থানায় পর্ণোগ্রাফি ও ধর্ষণ মামলা রয়েছে বলে জানা গেছে।পুলিশ জানায়, শিক্ষক মিজানুর রহমান ঢাকার মোহাম্মদপুরে বসবাস করলেও ফতুল্লার পাগলা উচ্চ বিদ্যালয়ে খণ্ডকালীন শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন। তিনি স্কুল বন্ধকালীন সময় প্রতি শুক্রবার স্কুলে আর্ট ও কম্পিউটার ক্লাস নিতেন। মিজানুর রহমান গত ৬ জুন পাগলা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির দুই ছাত্রীকে কৌশলে ঢাকার মোহাম্মদপুরের সাদেক খান রোডের একটি বাসায় নিয়ে যান। সেখানে নিয়ে দুই শিক্ষার্থীকে জোরপূর্বক একাধিকবার ধর্ষণ করেন। একই কায়দায় গত ১১ জুন স্কুল থেকে কৌশলে দশম শ্রেণির আরো এক শিক্ষার্থীকে মোহাম্মদপুরের বাসায় নিয়ে যান। সেখানে তাকেও জোরপূর্বক ধর্ষণ করেন। সর্বশেষ গত ২৩ জুন দশম শ্রেণির আরও এক ছাত্রীকে মোহাম্মদপুরে নিয়ে গিয়ে ধর্ষণ করেন।পরবর্তীতে মিজানের বাসা থেকে কৌশলে পালিয়ে এসে এক শিক্ষার্থী তার পরিবারসহ আটক থাকা শিক্ষার্থীদের পরিবারকে জানায়। পরে পুলিশ বিষয়টি জানতে পেরে পালিয়ে আসা ঐ স্কুল শিক্ষার্থীকে নিয়ে ঘটনাস্থলে অভিযান চালিয়ে ভুক্তভোগী তিন শিক্ষার্থীকে উদ্ধার করতে সক্ষম হয়।এ বিষয়ে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম বলেন, অভিযান চালিয়ে অভিযুক্ত শিক্ষককে গ্রেপ্তার করা হয়েছে। একই সাথে ভুক্তভোগী শিক্ষার্থীদের উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় ফতুল্লা থানায় মামলা দায়ের করা হয়েছে। এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
গলাচিপায় মালবাহী ট্রলি থেকে পড়ে দিনমজুরের মৃত্যু
গলাচিপায় মালবাহী ট্রলি থেকে পড়ে দিনমজুরের মৃত্যু

পটুয়াখালীর গলাচিপায় মালবাহী ট্রলি থেকে পড়ে চাকায় পিষ্ট হয়ে নাসির উদ্দিন হাওলাদার (৪৮) নামে এক দিনমজুরের মর্মান্তিক মৃত্যু হয়েছে।শুক্রবার (৭ Read more

ডা. জুবাইদা রহমানের জন্মবার্ষিকীতে শেকৃবিতে বৃক্ষরোপণ কর্মসূচি
ডা. জুবাইদা রহমানের জন্মবার্ষিকীতে শেকৃবিতে বৃক্ষরোপণ কর্মসূচি

ডাঃ জুবাইদা রহমানের জন্মবার্ষিকী উপলক্ষ্যে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় (শেকৃবি) এবং 'আমরা বিএনপি পরিবার'-এর যৌথ উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচী পালিত হয়েছে। বুধবার Read more

জাতীয় পতাকা পরিবর্তনের দাবি সম্পূর্ণ ভিত্তিহীন: প্রেস উইং
জাতীয় পতাকা পরিবর্তনের দাবি সম্পূর্ণ ভিত্তিহীন: প্রেস উইং

অন্তর্বর্তী সরকার জাতীয় পতাকা পরিবর্তনের চিন্তাভাবনা করছে বলে বিভিন্ন ওয়েবসাইট ও সামাজিক যোগাযোগমাধ্যমে যে দাবি করা হয়েছে তা নাকচ করে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন