নেত্রকোনা মেডিকেল কলেজ বন্ধের পায়তারার বিরুদ্ধে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে।সোমবার (১৭ মার্চ) দুপুরে নেত্রকোনা মেডিকেল কলেজের শিক্ষক শিক্ষার্থীর ব্যানারে নেত্রকোনা সদর হাসপাতালে অস্থায়ী মেডিকেল কলেজ ক্যাম্পাসে ও নেত্রকোনা সর্বসাধারণের ব্যানারে জেলা প্রেসক্লাবের সামনে একাধিক স্থনে এ প্রতিবাদ সমাবেশ করেন। তারা বিক্ষোভ মিছিল নিয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে তারা একইস্থানে গিয়ে সমাবেশ করে।সমাবেশে শিক্ষর্থীরা বলেন, নেত্রকোনা মেডিকেল কলেজ বন্ধ করে দেয়ার যে ষড়যন্ত্র চলছে তা এখানের শিক্ষক-শিক্ষার্থীসহ নেত্রকোনাবাসী মেনে নেবে না। অবিলম্বে কলেজের মান নিয়ে ট্যাগ দেয়া বন্ধ করে কলেঝের সমস্যার সমাধান করতে হবে। দাবি মানা না হলে কঠোর আন্দোলনের হুশিয়ারি দেন বক্তারা।এ সময় কলেজের শিক্ষার্থীরা স্লোগান দেন, লেগেছে রে লেগেছে, রক্তে আগুন লেগেছে। জেগেছে রে জেগেছে নেত্রকোণা জেগেছে। তুমি কে আমি কে, এনএমসিআর এনএমসিআর।এসআর
Source: সময়ের কন্ঠস্বর