ইসরায়েল সাথে চলমান সামরিক উত্তেজনার মধ্যেই ইরানে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। হামলার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেন, ইরানের অন্তত তিনটি পারমাণু কেন্দ্রে তারা সফল হামলা চালিয়েছে। এ ঘটনার পর বিশ্বজুড়ে চলছে নিন্দার ঝড়। এই পরিস্থিতে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সাথে ফোনালাপ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আজ রোববার (২২ জুন) সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে মোদি জানান, ইরানের প্রেসিডেন্টের সাথে তার কথা হয়েছে। এবং এনিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন তিনি। সামাজিক যোগযোগ মাধ্যমের পোষ্টে মোদি আরও লেখেন, ‘বর্তমান পরিস্থিতি নিয়ে আমাদের মধ্যে সবিস্তার কথা হয়েছে। সাম্প্রতিক উত্তেজনাবৃদ্ধি নিয়ে গভীর উদ্বেগের কথা জানিয়েছি। আরও এক বার আলোচনা এবং কূটনীতির মাধ্যমে উত্তেজনা প্রশমনের বার্তা দেওয়া হয়েছে। আমরা চাই আঞ্চলিক শান্তি, নিরাপত্তা এবং সুস্থিতি দ্রুত ফিরে আসুক।’এর আগে স্থানীয় সময় শনিবার (২১ জুন) ইরানের তিনটি পরমাণুকেন্দ্র লক্ষ্য করে হামলা চালায় যুক্তরাষ্ট্র। এ হামলাকে ‘অত্যন্ত সফল’ বলে উল্লেখ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এদিকে যুক্তরাষ্ট্রের এই হামলার কড়া প্রতিক্রিয়া জানিয়েছে ইরানের পারমাণবিক শক্তি সংস্থা। এক বিবৃতিতে তারা জানিয়েছে, আন্তর্জাতিক আইনের লঙ্ঘন করে এ হামলা চালানো হয়েছে। এ হামলা আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (IAEA)-র সহায়তায় পরিচালিত কর্মসূচিকে হুমকির মুখে ফেলেছে।সংস্থাটি আরও বলেছে, আন্তর্জাতিক সম্প্রদায়ের উচিত এই বেআইনি হামলার বিরুদ্ধে অবস্থান নিয়ে ইরানকে তার বৈধ অধিকার অর্জনে সমর্থন জানানো।বিশ্লেষকরা মনে করছেন, এই হামলার মাধ্যমে মধ্যপ্রাচ্যে নতুন করে যুদ্ধাবস্থার শঙ্কা তৈরি হয়েছে। পাশাপাশি কূটনৈতিক সম্পর্ক আরও জটিল আকার নিতে পারে বলেও আশঙ্কা করছেন তারা।আরডি
Source: সময়ের কন্ঠস্বর