জামালপুরের দেওয়ানগঞ্জে টানা কয়েকদিনের বৃষ্টিতে মিতালী থেকে সানন্দবাড়ী যাওয়ার পথে মিতালী বাজারের উত্তর পাশে মেইন রাস্তা ধসে গিয়ে সড়কের বেহাল অবস্থা। একমাত্র এ সড়কটিতে প্রতিদিন শতাধিক যানবাহনসহ হাজার হাজার মানুষ ঝুঁকি নিয়ে চলাচল করে। ঝুঁকি নিয়ে চলাচল করছে কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। দ্রুত মেরামত না করলে যেকোনো সময় সড়কের সংযোগ বিচ্ছিন্ন হওয়ার শঙ্কাবোধ করছেন স্থানীয়রা।সরেজমিনে দেখা যায়, মিতালী টু সানন্দবাড়ী যাওয়ার পথে মিতালী বাজারের উত্তর পাশে মেইন রাস্তা বৃষ্টির পানির ঢলে ধসে যায়। সড়কের দুইপাশের কয়েকটি স্থানে কিছু অংশ ধসে গেছে। ধসে পড়া সড়ক দিয়েই ঝুঁকি নিয়ে চলছে ইজিবাইক, পিকআপভ্যান ও ভ্যানগাড়িসহ বিভিন্ন যানবাহন।ভ্যানচালক ও ইজিবাইক চালকেরা বলেন, ‘প্রতিনিয়ত আমাদের জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে। দ্রুত মেরামত না করা গেলে সংযোগ বিচ্ছিন্ন হয়ে যাবে। তাই জনসাধারণের জন্য অতি জনগুরুত্বপূর্ণ এই সড়কটি দ্রুত মেরামত করা হোক।’ সড়ক দিয়ে প্রতিদিন শতশত যানবাহন চলাচল করে।মিতালী বাজার ব্যবসায়ী শাহাদাৎ হোসেন লিটন বলেন, ‘গত কয়েকদিনে বৃষ্টির কারণে মিতালী বাজারের উত্তর পাশে মেইন রাস্তায় আমার দোকানের সামনে সড়কের ধস, এতে যেকোনো সময় যোগাযোগ বিচ্ছিন্ন হতে পারে। তাই দ্রুত রাস্তার মেরামত চাই।’পথযাত্রীরা জানান, ‘বৃষ্টির পানিতে সড়ক ধসে গেছে, ঝুঁকি নিয়ে শতশত যানবাহন চলাচল করছে। কখন জানি চলাচলের সময় যানবাহন উল্টে খাদে পড়ে যায়। আবার বৃষ্টি শুরু হলে বাকীটুক ভেঙে যাবে। তাই আমরা দাবি জানাই সড়কটি দ্রুত মেরামতের জন্য।’দেওয়ানগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ আতাউর রহমান সময়ের কন্ঠস্বরকে জানান, ‘মিতালী বাজারের ধসে যাওয়া মেইন রাস্তা দ্রুত মেরামতের ব্যবস্থা করা হবে।’এসআর
Source: সময়ের কন্ঠস্বর