মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার শ্যামসিদ্ধিতে বিষাক্ত সাপের কামড়ে এক নারীর মৃত্যু হয়েছে। তার নাম সেলিনা বেগম (৫০)। শুক্রবার (২১ জুন) দিগন্ত রাত সাড়ে ১১ টার দিকে জেলার শ্রীনগর উপজেলার শ্যামসিদ্ধি ইউনিয়নের কয়কীর্তন গ্রামে এ ঘটনা ঘটে। নিহত নারী ওই গ্রামের রফিকুল ইসলামের স্ত্রী। নিহতের ছেলে মো. ইয়াসিন জানান, রাতের নিজ বসতঘরে বেসিনে কাজ করছিলেন তার মা। এ সময় বিষাক্ত সাপ তার মায়ের পায়ে কামড় দেয়। তাৎক্ষণিক তার মাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকার মিটফোর্ড হাসপাতালে প্রেরণ করেন। পরে ঢাকায় নেওয়ার পথে তার মা মৃত্যুকোলে ঢলে পড়েন। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. জসিমউদ্দিন জানান, সাপের কামড়ে নারীর মৃত্যুর বিষয়টি তার জানা নেই। তবে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিষ প্রতিষেধক অ্যান্টিভেনম রয়েছে বলে দাবি করেছেন।এসআর
Source: সময়ের কন্ঠস্বর