পঞ্চগড়ের দেবীগঞ্জে বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) উপজেলা কমিটি গঠন করা হয়েছে। বৃহস্পতিবার (১৯ জুন) সন্ধ্যা ৬টায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে অবস্থিত দেবীগঞ্জ উপজেলা প্রেস ক্লাব এর কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে কমিটির অনুমোদন দেন জেলা কমিটি।হরিশ চন্দ্র রায়ের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) এর পঞ্চগড় জেলা কমিটির সভাপতি এ. কে. এম. আনোয়ারুল ইসলাম খয়ের, সাধারণ সম্পাদক আজহারুল ইসলাম জুয়েল এবং বাপা’র সদস্য ও বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) নেটওয়ার্ক মেম্বার সহিদুল ইসলাম সহিদ। এছাড়াও উপস্থিত ছিলেন শিক্ষক, সমাজকর্মী ও সাংবাদিকবৃন্দ।অনুষ্ঠানে অতিথিবৃন্দ বাংলাদেশ পরিবেশ আন্দোলনের প্রতিষ্ঠার পটভূমি, বর্তমান কার্যক্রমসহ ভবিষ্যত পরিকল্পনার বিষয়ে আলোচনা করেন। আলোচনা শেষে বাপা’র কার্যক্রমকে আরো সম্প্রসারিত করতে দেবীগঞ্জে কমিটি গঠনের প্রস্তাব উত্থাপন করেন উপস্থিত অতিথিবৃন্দ।এরপর বাপা জেলা কমিটির সভাপতি এ. কে. এম. আনোয়ারুল ইসলাম খয়েরের অনুমতিক্রমে উপস্থিত অতিথিবৃন্দের পারস্পরিক আলোচনা ও কণ্ঠ ভোটের মাধ্যমে হরিশ চন্দ্র রায়কে সভাপতি, নাজমুস সাকিব মুনকে সাধারণ সম্পাদক ও অখিল বন্ধু রায়কে কোষাধ্যক্ষ হিসেবে মনোনীত করে ১৩ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।নবগঠিত কমিটির অন্যান্য সদস্যবৃন্দ হলেন সহ-সভাপতি মো: রুহুল আমিন ও অ্যাডভোকেট রতন কুমার রায়, যুগ্ম সাধারণ সম্পাদক আল আমিন খন্দকার ও ওয়াসিম আকরাম, কার্যকরী কমিটির সদস্য অবিনাশ রায়, বিমল কুমার রায়, হাসান রায়হান, ওয়াসিস আলম, সিরাতুল মোস্তাকিম ও সজীব উদ্দীন।প্রধান অতিথির বক্তব্যে এ. কে. এম. আনোয়ারুল ইসলাম খয়ের বলেন, আমাদের দেশে পরিবেশ বিরোধী অনেক ধরনের কর্মকাণ্ড পরিচালিত হচ্ছে। এসকল পরিবেশ বিরোধী কর্মকাণ্ড বন্ধে বাপা’র প্রতিটি ইউনিট একযোগে কাজ করছে। তিনি পরিবেশ বান্ধব সকল ধরনের কর্মকাণ্ডে দেবীগঞ্জ উপজেলা কমিটির পাশে থাকার আশ্বাস প্রদান করেন।এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
খেলার মাঠেই থেমে গেল জীবনের খেলাটা
খেলার মাঠেই থেমে গেল জীবনের খেলাটা

মাঠে আলোর ঝলকে ফুটবল খেলায় মেতে উঠেছিল ছেলেগুলো। ঈদের ছুটিতে ঘরে ফেরা প্রবাসী মামুনুর রশিদও ফিরেছিলেন সেই পুরোনো ছেলেবেলার টানে—খেলার Read more

সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে ঈদবস্ত্র বিতরণ
সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে ঈদবস্ত্র বিতরণ

ঈদ মানেই আনন্দ, ইদ মানেই উৎসব। তবে সবার জন্য কি এই আনন্দ সমানভাবে ধরা দেয়? ঠিক এই প্রশ্নের উত্তর খুঁজতে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন