ঈদ মানেই আনন্দ, ইদ মানেই উৎসব। তবে সবার জন্য কি এই আনন্দ সমানভাবে ধরা দেয়? ঠিক এই প্রশ্নের উত্তর খুঁজতে ও সুবিধাবঞ্চিত শিশুদের মুখে হাসি ফোটাতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের স্বেচ্ছাসেবী সংগঠন নবজাগরণ ফাউন্ডেশন আয়োজন করেছিল ইদবস্ত্র বিতরণ কর্মসূচি।বৃহস্পতিবার (১২ মার্চ) বিকেল ৪টায় বিশ্ববিদ্যালয়ের ডিনস্ কমপ্লেক্স ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে ৪৩ জন সুবিধাবঞ্চিত শিশুর হাতে নতুন পোশাক তুলে দেওয়া হয়। সেই সঙ্গে ছিল ইফতারের আয়োজনও।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মোহাম্মদ মাঈন উদ্দীন। বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য (শিক্ষা) প্রফেসর ড. মোহাঃ ফরিদ উদ্দীন খান। এছাড়া জনসংযোগ দপ্তরের প্রশাসক প্রফেসর ড. মো. আখতার হোসেন মজুমদার এবং পরীক্ষা নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মো. হাসনাত কবীর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।নবজাগরণ ফাউন্ডেশনের সভাপতি মোঃ শহিদুল ইসলাম বলেন,”শিশুদের মুখে হাসি ফোটানোর লক্ষ্যেই আমাদের এই আয়োজন। সমাজের সুবিধাবঞ্চিতদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। আমরা চাই, ইদের আনন্দ তাদের মাঝেও ছড়িয়ে পড়ুক।সহ-সভাপতি রওশানুর সিদ্দিকী তুয়া বলেন, “ইদের আনন্দ কেবল ধনী পরিবারের মধ্যেই সীমাবদ্ধ থাকবে, আর সুবিধাবঞ্চিত শিশুরা বঞ্চিত থাকবে, এটা আমরা মেনে নিতে পারি না। আমাদের প্রত্যেকের উচিত নিজ নিজ অবস্থান থেকে তাদের পাশে দাঁড়ানো।”অনুষ্ঠানের আহ্বায়ক শাহীন আলম জানান, এ ধরনের কর্মসূচি শিশুদের মাঝে উৎসাহ সৃষ্টি করে। ভবিষ্যতে আরও বড় পরিসরে এমন আয়োজন করার পরিকল্পনা রয়েছে।”নবজাগরণ ফাউন্ডেশনের উপদেষ্টাদের মধ্যে উপস্থিত ছিলেন পরিসংখ্যান বিভাগের অধ্যাপক ড. মো. মনিমুল হক, হিসাববিজ্ঞান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক ড. রুকসানা বেগম, দর্শন বিভাগের অধ্যাপক ড. মো. একরাম হোসেন, ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের সহকারী অধ্যাপক সাজু সরদার (কো-অর্ডিনেটর, পরিজন) এবং সাবেক প্রধান শিক্ষিকা (বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়) কল্পনা রানী ভৌমিক।অনুষ্ঠানের সঞ্চালকের দায়িত্ব পালন করেন ফারজানা আক্তার ও কাউসার আহমেদ।এছাড়াও উপস্থিত ছিলেন নবজাগরণ ফাউন্ডেশনের উপদেষ্টা খালিদ হাসান, সোহাগ আলী, রাসেল সরকার, নূর জাহান দোলন, রওশান ইসলাম ও বায়েজিদ হোসেন। উপস্থিত ছিলেন সংগঠনের সাবেক সভাপতি অলিউল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক মিতুল হাসান মাহিন, মমতা মম ও রাহাত আরিয়ানসহ আরও অনেকে।অনুষ্ঠানের পৃষ্ঠপোষকতায় ছিল রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা দপ্তর। সহযোগিতায় ছিল পরিজন, বুক ফরেস্ট লাইব্রেরি এবং বারসিক।নবজাগরণ ফাউন্ডেশনের এমন উদ্যোগ প্রশংসিত হয়েছে সবার কাছে। ছোট ছোট শিশুদের উচ্ছ্বাস আর আনন্দের ঝলক যেন জানান দিচ্ছিল—সামাজিক দায়বদ্ধতা থেকেই আসল মানবতা।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
একদিনের ব্যবধানে হিলিতে পেঁয়াজের দাম বেড়েছে ১৫ টাকা
একদিনের ব্যবধানে হিলিতে পেঁয়াজের দাম বেড়েছে ১৫ টাকা

এক দিনের ব্যবধানে দিনাজপুরের হিলিতে পেঁয়াজের দাম কেজিতে বেড়েছে ১৫ টাকা। পাইকারি বাজারে ৮৫ টাকা কেজি দরের পেঁয়াজ বিক্রি হচ্ছে Read more

‘আত্মগোপনে’ বেনজীর আহমেদ পরিবার
‘আত্মগোপনে’ বেনজীর আহমেদ পরিবার

পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজীর আহমেদ ও তার পরিবারের সদস্যদের প্রকাশ্যে দেখা যাচ্ছে না। গুলশানের র‍্যাংকন আইকন টাওয়ারের বাসাতেও নেই তারা। Read more

ব্রাহ্মণবাড়িয়ায় শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছা জানালেন ওসি
ব্রাহ্মণবাড়িয়ায় শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছা জানালেন ওসি

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার কার্যক্রম পুনরায় শুরু হয়েছে। সোমবার (১২ আগস্ট) সকাল থেকে থানার কার্যক্রম শুরু হয়। এরপর দুপুরে শিক্ষার্থীরা Read more

এমপি আনার কন্যা ডরিন ও মেয়রকে হত্যার হুমকি 
এমপি আনার কন্যা ডরিন ও মেয়রকে হত্যার হুমকি 

ভারতে হত্যার শিকার ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনারের কন্যা মুমতারিন ফেরদৌস ডরিন ও কালীগঞ্জ পৌরসভার মেয়র আশরাফুল আলমকে Read more

মজুতদারের যাবজ্জীবনের বিধান রেখে আইন হচ্ছে: খাদ্যমন্ত্রী
মজুতদারের যাবজ্জীবনের বিধান রেখে আইন হচ্ছে: খাদ্যমন্ত্রী

খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, কেউ যাতে অতিরিক্ত মজুদ করে সরকারকে বেকায়দায় ফেলতে না পারে, সেজন্য মজুতদারের বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তি Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন