বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উদ্যোগে এবং গলাচিপা উপজেলা প্রশাসনের ব্যবস্থাপনায় উপজেলা পরিষদ চত্বরে দুই দিনব্যাপী “স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ” শীর্ষক মেলা ও সেমিনার অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (১৯ জুন) সকাল ১১টায় মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন গলাচিপা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদুল হাসান। উদ্বোধনী পর্ব শেষে তিনি মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন।মেলায় গলাচিপা উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সরকারি সেবাদানকারী দপ্তরের প্রতিনিধিরা, বিশেষ করে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। মোট ১০টি স্টলে প্রদর্শিত হয় স্থানীয়ভাবে উদ্ভাবিত বিভিন্ন প্রযুক্তির প্রয়োগ ও সৃষ্টিশীল কর্মপদ্ধতি। এই প্রদর্শনী নতুন প্রজন্মকে বিজ্ঞান ও প্রযুক্তি উদ্ভাবনের প্রতি উৎসাহিত করে।সেমিনারে সভাপতিত্ব করেন ইউএনও মাহমুদুল হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মেজবাহ উদ্দিন, উপজেলা প্রকৌশলী মো. জাহাঙ্গীর আলম, অতিরিক্ত কৃষি কর্মকর্তা মো. আকরামুজ্জামান, সমাজসেবা কর্মকর্তা মো. অলিউল্লাহ। বক্তব্য রাখেন, গলাচিপা প্রেসক্লাব সভাপতি হারুন অর রশিদ ও সিনিয়র সাংবাদিক মো. খালিদ হোসেন মিল্টন।সভাপতির বক্তব্যে ইউএনও মাহমুদুল হাসান বলেন, দৈনন্দিন জীবনে প্রযুক্তিগত গবেষণার বিস্তার ঘটিয়ে জীবনমান উন্নয়নের জন্য প্রযুক্তির ব্যবহারে উৎসাহ সৃষ্টি করতে হবে। প্রযুক্তির প্রসারই পারে একটি টেকসই ও সুন্দর সমাজ ব্যবস্থা গড়ে তুলতে।সেমিনারটি পরিচালনা করেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. জহিরুন্নবী। মুখ্য প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ (বিসিএসআইআর)-এর সাইন্টিফিক অফিসার মো. জসিম উদ্দিন। এসময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও গণমাধ্যম কর্মীরা।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
গোপালগঞ্জে ঘেরের আইলে অসময়ে তরমুজ চাষে লাভবান কৃষক
গোপালগঞ্জে ঘেরের আইলে অসময়ে তরমুজ চাষে লাভবান কৃষক

গোপালগঞ্জ সদর উপজেলায় ঘেরের আইলে অসময়ে তরমুজ চাষ বৃদ্ধি পাচ্ছে।

ঝিনাইদহে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে বাবা-মা ও শিশু নিহত
ঝিনাইদহে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে বাবা-মা ও শিশু নিহত

ঝিনাইদহের শৈলকুপায় ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী বাবা-মা ও ছেলে নিহত হয়েছে। বৃহস্পতিবার (০৫ জুন) বিকেলে উপজেলার আশাননগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। Read more

করোনা সংক্রমণ বাড়তেই মাস্কের বাজারে কৃত্রিম সংকট
করোনা সংক্রমণ বাড়তেই মাস্কের বাজারে কৃত্রিম সংকট

দেশজুড়ে করোনাভাইরাস সংক্রমণ ফের বাড়তে শুরু করতেই মাস্কের বাজারে শুরু হয়েছে কৃত্রিম সংকট। পাবনার ভাঙ্গুড়া উপজেলায় সরেজমিনে ঘুরে দেখা গেছে, Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন