দেশজুড়ে করোনাভাইরাস সংক্রমণ ফের বাড়তে শুরু করতেই মাস্কের বাজারে শুরু হয়েছে কৃত্রিম সংকট। পাবনার ভাঙ্গুড়া উপজেলায় সরেজমিনে ঘুরে দেখা গেছে, পাইকারি পর্যায়ে অসাধু ব্যবসায়ীদের কারসাজিতে মাস্কের দাম বেড়েছে প্রায় দ্বিগুণ। এতে ভোগান্তিতে পড়েছেন সাধারণ ক্রেতারা।রোববার (২২ জুন) দুপুরে ভাঙ্গুড়ার বিভিন্ন বাজার ঘুরে দেখা যায়, মাস্কের সরবরাহ আগের তুলনায় কম। ফলে খুচরা দোকানগুলোতে ক্রেতাদের অতিরিক্ত দামে মাস্ক কিনতে বাধ্য করা হচ্ছে। ব্যবসায়ীরা বলছেন, চাহিদা বেড়ে যাওয়ার পাশাপাশি পাইকারি বাজার থেকেই বাড়তি দামে মাল কিনতে হচ্ছে তাদের।বাজারে মাস্ক কিনতে আসা কয়েকজন ক্রেতা জানান, কিছুদিন আগেও যেখানে ৫৫ থেকে ৬৫ টাকায় একটি মাস্কের বক্স পাওয়া যেত, সেখানে এখন সেই বক্স বিক্রি হচ্ছে ১০০ থেকে ১১০ টাকায়। আগে ১০ টাকায় পাওয়া যেত পাঁচটি সার্জিক্যাল মাস্ক, এখন সেখানে একটি মাস্ক কিনতে হচ্ছে ৫ টাকায়।ভাঙ্গুড়ার একাধিক মাস্ক ব্যবসায়ী সময়ের জানান, করোনার সংক্রমণ বাড়ার খবরে মাস্কের চাহিদা হঠাৎ বেড়েছে। তারই সুযোগ নিচ্ছেন কিছু পাইকারি বিক্রেতা। ফলে খুচরা পর্যায়েও দাম বাড়ানো ছাড়া উপায় থাকছে না।তবে বাজারে এখনও স্যাভলন, হেক্সিসল, ডেটল, সিভিটসহ বেশির ভাগ হ্যান্ড স্যানিটাইজারের দাম স্থিতিশীল রয়েছে বলে জানান দোকানিরা। আরডি
Source: সময়ের কন্ঠস্বর