মুন্সীগঞ্জের টংগিবাড়ি উপজেলায় অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি ও দই তৈরির দায়ে একটি মিষ্টির দোকানকে ৭ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।বৃহস্পতিবার (১৯ জুন) দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত উপজেলার আলদি বাজারে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মুন্সীগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আসিফ আল আজাদ।অভিযান চলাকালে বাজারের বিভিন্ন ফল ও মিষ্টির দোকানে পণ্যের মান, মূল্য তালিকা ও ক্রয় রশিদ যাচাই করা হয়। এ সময় ‘গোপাল মিষ্টান্ন ভান্ডার’ নামের একটি দোকানে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে মিষ্টি ও দই তৈরি করতে দেখা যায়। এতে ভোক্তাদের স্বাস্থ্যঝুঁকি তৈরি হওয়ায় দোকানটিকে ৭ হাজার টাকা জরিমানা করা হয়।অভিযানে সহায়তা করেন টংগিবাড়ি উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর আব্দুল্লাহ আল মামুন।সহকারী পরিচালক আসিফ আল আজাদ বলেন, ‘খাদ্যপণ্যে ভেজাল ও অস্বাস্থ্যকর পরিবেশে উৎপাদনের ক্ষেত্রে কোনো ছাড় নেই। জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালিত হবে।’এআই
Source: সময়ের কন্ঠস্বর