মাদারীপুরের শিবচর উপজেলায় বেপরোয়া গতির একটি মোটরসাইকেলের ধাক্কায় দবির মুন্সি (৭০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। বুধবার (১৮ জুন) সন্ধ্যায় উপজেলার শিরুয়াইল ইউনিয়নের পশ্চিম কাকৈর এলাকার মুন্সী বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত দবির মুন্সি ওই এলাকার মৃত রুপাই মুন্সির ছেলে।স্থানীয় সূত্রে জানা গেছে, নামাজ শেষ করে রাস্তা পার হচ্ছিলেন দবির মুন্সি। এ সময় দ্রুতগতির দুটি মোটরসাইকেল এসে পড়ে। একটি মোটরসাইকেল পাশ কাটিয়ে গেলেও অপরটি সরাসরি ধাক্কা দেয় তাকে। এতে তিনি সড়কে লুটিয়ে পড়ে গুরুতর আহত হন। আশপাশের লোকজন দ্রুত তাকে উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।প্রত্যক্ষদর্শীরা জানান, যে মোটরসাইকেলটি ধাক্কা দেয়, সেটির কোনো নিবন্ধন ছিল না এবং চালকের ড্রাইভিং লাইসেন্সও ছিল না বলে ধারণা করা হচ্ছে।শিবচর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রতন শেখ বলেন, “বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালানোর কারণেই এই দুর্ঘটনা ঘটেছে। ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। মরদেহটি থানায় রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তা পরিবারের কাছে হস্তান্তর করা হবে।”এনআই
Source: সময়ের কন্ঠস্বর