‘ঢেঁকি স্বর্গে গেলেও ধান ভানে’ অর্থাৎ যার যা স্বভাব তা মরলেও ছাড়তে পারে না, প্রচলিত প্রবাদে যেন বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি গাজীপুর (বিআরটিএ) এর চিত্র ফুটে উঠেছে। লাগামহীন ঘুষ-দুর্নীতি যেন পিছু ছাড়ছে না আলোচিত সরকারি এই দপ্তরের। গাজীপুর বিআরটিএর চেয়ারে যে বসে, সেই কর্মকর্তা যেন বনে যান দুর্নীতির বরপুত্র। প্রতি মাসে এই অফিসের কর্মকর্তা-কর্মচারীরা দুর্নীতির মাধ্যমে হাতিয়ে নিচ্ছেন লাখ লাখ টাকা।বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ) সরকারি এ দপ্তরে গ্রাহক হয়রানি নতুন কিছু নয়। তবে গাজীপুর বিআরটিএ অফিসে ঘুষ-দুর্নীতি আর গ্রাহক হয়রানি বেড়েছে কয়েকগুণ। স্বৈরাচার সরকার পতনের পরেও তাদের সময় নিয়োগপ্রাপ্তরা এখন যেন অবৈধভাবে টাকা কামানোর মহা উৎসবে নেমেছে। গত বছরের ২৪ নভেম্বর গাজীপুর বিআরটিএ অফিসে সহকারী পরিচালক হিসেবে যোগদান করেন মো আবদুল আল মামুন। যোগদানের পরেই তিনি মোটরযান পরিদর্শক সাইদুল ইসলাম সুমনের সাথে যোগসাজশে দুর্নীতিতে নেমে পড়েন।তবে গাজীপুর বিআরটিএর দুর্নীতি নিয়ে বেশ কিছু গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হলে সম্প্রতি মোটরযান পরিদর্শক সাইদুল ইসলাম সুমন এবং মেকানিকাল এসিস্ট্যান্ট গোলাম সারোয়ারকে বরখাস্ত করা হয়। তবে দুর্নীতির মূলহোতা সহকারী পরিচালক আবদুল আল মামুনের বিরুদ্ধে কোন ব্যবস্থা নেওয়া হয়নি। এছাড়াও গাজীপুর বিআরটিএ অফিসের উচ্চমান সহকারী ঘুষের ক্যাশিয়ার খ্যাত শাহ আলমের বিরুদ্ধেও কোন ব্যবস্থা নেওয়া হয়নি।গত সোমবার রাতে গাজীপুর বিআরটিএ অফিসে গিয়ে দেখা যায় সহকারী পরিচালক আবদুল আল মামুন এবং নতুন দায়িত্ব নেওয়া মোটরযান পরিদর্শক কেশব কুমার দাস অফিস করছেন। সূত্র জানায়, পরীক্ষার বোর্ড শেষে উচ্চমান সহকারী শাহ আলমের কাছ থেকে ঘুষের টাকা বুঝে নিতে এত রাতে অফিস করেন তারা। এসময় তারা অফিস ত্যাগের সময় আলোচিত দালাল, ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জেল খাটা রুহুলকেও দেখতে পাওয়া যায়। সূত্র জানায়, নতুন ইন্সপেক্টর আসার পরেই দালালদের সাথে সমঝোতায় বসেছে সহকারী পরিচালক মামুন। দালালের সাথে থাকার ভিডিও নিতে গেলে তারা দ্রুত চলে যায়।বিআরটিএ সূত্রে জানা যায়, ড্রাইভিং লাইসেন্স করতে প্রথমে অনলাইনের মাধ্যমে লার্নার কার্ড করে নির্ধারিত তারিখে লিখিত, মৌখিক ও সরেজমিন পরীক্ষা দিতে হয়। পরীক্ষায় ২০ নাম্বারের লিখিত প্রশ্ন থাকে, যার থেকে ১২ নাম্বার পেলেই পাশ। তবে সবথেকে বড় হয়রানি এখানেই শুরু হয়। দালালের মাধ্যমে পরীক্ষা দিতে আসলে লিখিত পরীক্ষায় কোনমতো লিখতে পারলেই পাশ দিয়ে দেওয়া হয়। আর যেসব সেবা প্রার্থীরা দালাল ছাড়া আসে, তাদের ফেল করিয়ে দেওয়া হয়। মোটকথা, গাজীপুর বিআরটিতে সকল সেবার একমাত্র উপায় দালাল। আর এসব দালালের মাধ্যমে গাজীপুর বিআরটির অসাধু কর্মকর্তারা হাতিয়ে নিচ্ছে লাখ লাখ টাকা। অনুসন্ধানে জানা যায়, গাজীপুর বিআরটিতে প্রতি সপ্তাহে ৫টি করে ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে প্রায় ২০০ জন প্রার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে। সে হিসাবে প্রতি মাসে প্রায় ৩ হাজার প্রার্থী অংশগ্রহণ করে। হিসেব মতে, এসব প্রার্থীর মধ্য থেকে প্রায় আড়াই হাজার সেবা প্রার্থীর কাছ থেকে মাসে ৫০ লাখ টাকার মতো দালালের মাধ্যমে হাতিয়ে নেয় এডি ইন্সপেক্টর। এসব টাকা আদায়ের জন্য অফিসের রয়েছে নিজস্ব দালাল সিন্ডিকেট। সেবাপ্রার্থীর কাছ থেকে যত টাকাই নেওয়া হোক না কেন, অফিসে ওই সেবাপ্রার্থী বাবদ দালালকে নতুন লাইসেন্স বাবদ ২ হাজার টাকা আর পেশাদার লাইসেন্স নবায়নে পনেরোশো টাকা ঘুষ গুনতে হয়। আর এই টাকা অফিসের প্রধান থেকে শুরু করে সংশ্লিষ্ট প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের মাঝে নির্ধারিত হারে বণ্টন হয়। যেদিন পরীক্ষা অনুষ্ঠিত হয়, সেদিন দালালরা ঘুষের টাকা পরিশোধ করে অফিসে পরীক্ষার্থীর রোল জানিয়ে দেন। আর এরপরই পরীক্ষার্থী লিখিত, মৌখিক, প্র্যাকটিক্যাল পরীক্ষায় উপস্থিত থাকলেই পাস করেন। ঘুষের টাকা না দিয়ে পরীক্ষায় পাস করা পরীক্ষার্থীর সংখ্যা খুবই নগন্য।জহির হোসেন নামের একজন সেবাপ্রার্থী বলেন, ‘এক দালালের মাধ্যমে ১২ হাজার টাকায় চুক্তি করেছি। নামেমাত্র পরীক্ষা দিয়েছি। দালাল বললো নতুন ইন্সপেক্টর এসেছে। তাকে নাকি ঘুষের টাকা বেশি দিতে হবে।’সচেতন মহল বলছে, সরকার পরিবর্তন হলেও স্বৈরাচার সরকারের দোসররা এখনো বহাল তবিয়তে রয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারের উচিত এসব দুর্নীতিগ্রস্ত কর্মকর্তাদের আইনের মাধ্যমে শাস্তির আওতায় নিয়ে আসা।অভিযোগের বিষয়ে, গাজীপুর বিআরটিএ এর সহকারী পরিচালক আবদুল আল মামুনের সরকারি নাম্বারে একাধিকবার ফোন করলেও তিনি রিসিভ করেননি। তবে এ বিষয়ে বিআরটিএ চেয়ারম্যান মো ইয়াসিন বলেন, ‘আমরা তথ্য পেয়েছি, ব্যবস্থা নিচ্ছি।’

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
কবরস্থানের সভাপতি পদের জন্য নির্বাচন!
কবরস্থানের সভাপতি পদের জন্য নির্বাচন!

জাতীয় নির্বাচন, জেলা ও উপজেলা পরিষদ, ইউনিয়ন পরিষদ নির্বাচন, ব্যবসায়ী সমিতির নির্বাচনসহ বিভিন্ন সংগঠনের নির্বাচনের সঙ্গে দেশের মানুষ বেশ পরিচিত। Read more

পদ্মার প্রায় ২ কেজির ইলিশ বিক্রি হলো সাড়ে ৮ হাজার টাকায়
পদ্মার প্রায় ২ কেজির ইলিশ বিক্রি হলো সাড়ে ৮ হাজার টাকায়

রাজবাড়ীর গোয়ালন্দে পদ্মা নদীতে জেলের জালে ধরা পড়েছে বিশাল আকৃতির একটি ইলিশ মাছ। মাছটির ওজন ১ কেজি ৯৬০ গ্রাম, যা Read more

দুই যুগ পর টাঙ্গাইলে এসডিএসের ৩০ লাখ টাকা ফেরত পেলেন ৬১ গ্রাহক
দুই যুগ পর টাঙ্গাইলে এসডিএসের ৩০ লাখ টাকা ফেরত পেলেন ৬১ গ্রাহক

প্রায় দুই যুগ পর আদালতের মাধ্যমে টাঙ্গাইলের বেসরকারি উন্নয়ন সংস্থা সোশ্যাল ডেভেলপমেন্ট সংসদ (এসডিএস) বাংলাদেশের ৬১ গ্রাহককে ৩০ লাখ টাকা Read more

নতুন বছরের শুরুতে যে আমল ও দোয়া করবেন
নতুন বছরের শুরুতে যে আমল ও দোয়া করবেন

দিন রাতের পরিতর্বতন আল্লাহ তায়ালার প্রকৃতি বিধান। জীবনের ডায়েরি থেকে ঝরে গেলো আরো একটি বছর। প্রতিটি বছর গেলেই আমরা মৃত্যুর Read more

বাংলাদেশ-পাকিস্তানের পররাষ্ট্র সচিব পর্যায়ে দ্বিপাক্ষিক বৈঠক বৃহস্পতিবার
বাংলাদেশ-পাকিস্তানের পররাষ্ট্র সচিব পর্যায়ে দ্বিপাক্ষিক বৈঠক বৃহস্পতিবার

প্রায় ১৫ বছর পর বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে পররাষ্ট্র সচিব পর্যায়ে পররাষ্ট্র দপ্তর পরামর্শ (এফওসি) বৈঠক আগামীকাল বৃহস্পতিবার (১৭ এপ্রিল) Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন