জুলাই গণঅভ্যুত্থানে যারা অংশগ্রহণ করেছে সরকার সবার বিষয়ে নিরপেক্ষ বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।মঙ্গলবার (১৭ জুন) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় পর্যায়ের আলোচনার সময় তিনি এসব কথা বলেন।শফিকুল আলম বলেন, আমরা সবার বিষয়ে সমান। আমরা সর্বোচ্চ নিরপেক্ষতা নিশ্চিত করছি। সবার কথা শুনছি। জুলাই গণঅভ্যুত্থানে যারা অংশগ্রহণ করেছে তাদের সবার প্রতি আমরা সমান নিরপেক্ষ আছি। আমরা মনে করি সবাই আমাদের অংশীজন।তিনি বলেন, ঐকমত্য কমিশনের এই পর্বে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হচ্ছে। আগামী ১২ কার্যদিবসে দ্বিতীয় দফার আলোচনা সমাপ্ত হবে আশা করি।এ সময় জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠকে আগামীকাল থেকে জামায়াতে ইসলামী যোগ দিবে বলে আশা প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।প্রেস সচিব বলেন, আমরা সম্পূর্ণ নিরপেক্ষে। জুলাই আন্দোলনে যারা অংশীদার আমরা সবার জন্য সমানভাবে কাজ করছি।এমআর-২
Source: সময়ের কন্ঠস্বর