মুন্সিগঞ্জের গজারিয়ায় ‘সময় বাঁচাও, দুর্ঘটনা রোধ করো’ জনগণের দাবিতে একাধিক স্থানে ইউটার্ন নির্মাণের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী।মঙ্গলবার (১৭ জুন) সকাল সাড়ে ১১টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গজারিয়ার ১৩ কিলোমিটার অংশে একাধিক স্থানে ইউটার্নের দাবিতে তেতৈতলা হাঁস পয়েন্ট এলাকায় মানববন্ধন করেন গজারিয়ার সর্বস্তরের জনগণ।মানববন্ধনে নানা শ্রেণী পেশার হাজার মানুষ অংশগ্রহণ করে। গজারিয়া উপজেলা যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও বিশিষ্ট ব্যবসায়ী হেলাল উদ্দিন ভূঁইয়ার সভাপতিত্বে এবং গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রচার সম্পাদক মো: ফারুক হোসেনের সঞ্চালনায় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহবায়ক কমিটির অন্যতম সদস্য মো: ইসহাক আলী, উপজেলা বিএনপি আহবায়ক কমিটির সদস্য দেওয়ান হারুন অর রশিদ, বিএনপি নেতা মমিন মৃধা, নিজাম মোল্লা, শাহাদাত হোসেন পান্নু সহ আরো অসংখ্য নেতাকর্মী।জানা যায়, উপজেলাধীন মহাসড়কের উপর সরু ও অপরিকল্পিত ইউটার্নের কারণে প্রতিনিয়ত সড়ক দুর্ঘটনা ঘটছে। শুধু গত এক বছরে শতাধিক মানুষের প্রাণহানি ও কয়েকশত মানুষ পঙ্গুত্ব বরণ করেছে।উপস্থিত সাধারণ জনতা বক্তব্যে বলেন, ‘আমাদের চোখের সামনে কিছুদিন পরপর ইউটার্ন করতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়ে অনেক সাধারণ মানুষ প্রাণহানি ও পঙ্গুত্ব বরণ করেছেন। এজন্য আমরা বিভিন্ন দপ্তরে একাধিকবার লিখিত আবেদন করলেও এর কোন সুফল পাইনি। এক মাসের মধ্যে মেঘনা ব্রিজ, ভাটের চর ব্রিজ ও পাখির মোড়ে গোমতী ব্রিজের নিচ দিয়ে ইউটার্ন দৃশ্যমান দেখতে চাই।’এসআর
Source: সময়ের কন্ঠস্বর