নেত্রকোনার মদনে ছয় বছর বয়সী সৌরভ নামের এক শিশুর রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সুরতহাল প্রতিবেদন শেষে সোমবার (১৬ জুন) বিকালে ময়নাতদন্তের জন্য নেত্রকোনা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এর আগে দুপুরে নিজ গ্রামের একটি গোয়ালঘর থেকে স্থানীয়রা শিশুর মরদেহটি উদ্ধার করে পুলিশে খবর দেয়। সৌরভ মদন উপজেলার দেওসহিলার গ্রামের সৈইবুল্লার ছেলে। স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের শিশু শ্রেণির ছাত্র সে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো সোমবার সকালে পাশের বাড়ির এক গৃহশিক্ষিকার কাছে প্রাইভেট পড়ে গ্রামের সামনের একটি দোকানে যায়। এরপর আর বাড়ি ফিরে আসেনি। পরে পরিবারের লোকজন তাকে খোঁজাখুঁজি করতে থাকে। এক পর্যায়ে দোকানের পাশেই বনার চৌধুরীর গোয়ালঘরে তার রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখে। শিশুটির বাবা জানায়, তার সাথে কারো শত্রুতা নেই। কিন্তু কেন কারা তার শিশু পুত্রকে হত্যা করেছে, তার বিচার চান। শিশুটির বাবা সৈইবুল্লাহ জানান, ‘আমার শিশু সন্তানকে কেন হত্যা করা হয়েছে, তার কিছুই জানি না। এলাকায় আমার তেমন কোনো শত্রুও নেই যে এমন কাজ করবে। আমি এর সুষ্ঠু বিচার চাই।’ মদন থানার ওসি নাঈম মুহাম্মদ নাহিদ হাসান সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনার রহস্য উদঘাটনে কাজ করছে পুলিশ। তবে এখনো লিখিত অভিযোগ আসেনি।এনআই
Source: সময়ের কন্ঠস্বর