কুমিল্লা শহরের কোতয়ালী মডেল থানাধীন কার্তিকপুর এলাকায় সেনাবাহিনী ও র‍্যাব-১১ এর যৌথ অভিযানে বিপুল পরিমাণ অবৈধ অস্ত্র, গোলাবারুদ ও বিস্ফোরক উদ্ধার করা হয়েছে। গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রোববার (১৫ জুন) দিবাগত রাত ২টার দিকে ২৩ বীরের আওতাধীন সেনা সদস্যদের সঙ্গে র‍্যাব-১১, সিপিসি-২ কুমিল্লার একটি টিম অভিযানে অংশ নেয়। অভিযানে মোঃ আবু ওবায়েদ ওরফে শিমুল (৩৩) নামে এক চিহ্নিত সন্ত্রাসীকে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়। অভিযানের সময় শিমুলের ঘনিষ্ঠ সহযোগী মোঃ সাইফুল ইসলাম (২৫) পালিয়ে যায়।গ্রেফতার হওয়া শিমুলের গ্রামের বাড়ি কুমিল্লার কোতয়ালী থানার চাঁপাপুর ইউনিয়নের কার্তিকপুর গ্রামে। তার পিতার নাম আব্দুল ওয়াহাব। অভিযান চলাকালে তার অবস্থানরত বাড়িতে তল্লাশি চালিয়ে উদ্ধার করা হয় একটি বিদেশি ৭.৬৫ মিমি পিস্তল, একটি ম্যাগাজিন, একটি রাউন্ড গুলি, দুটি দেশীয় তৈরি পাইপগান, ছয় রাউন্ড শটগানের কার্তুজ, তিনটি ককটেল এবং দুটি মোবাইল ফোন। এসব অবৈধ অস্ত্র ও বিস্ফোরক তার সন্ত্রাসী কর্মকাণ্ডের সরাসরি প্রমাণ বলে জানিয়েছে র‍্যাব।এদিকে সূত্র জানায়, শিমুল দীর্ঘদিন ধরে কুমিল্লার চিহ্নিত সন্ত্রাসী হিসেবে পরিচিত রেজাউলের ডান হাত হিসেবে কাজ করছিল। এলাকায় প্রভাব বিস্তার, অস্ত্রের মহড়া, চাঁদাবাজি ও রাজনৈতিক সহিংসতায় সে সক্রিয়ভাবে অংশ নিত। সূত্র বলছে, এক সময় এই রেজাউল কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহারের হয়ে অস্ত্র সরবরাহের দায়িত্বে ছিল। পরবর্তীতে রেজাউল ও শিমুল নিজেদের বিএনপির অনুসারী হিসেবে পরিচয় দিতে শুরু করে এবং প্রতিপক্ষকে ভয় দেখাতে রাজনৈতিক পরিচয়কে ঢাল হিসেবে ব্যবহার করতো।স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, শিমুল ও তার সহযোগীরা দীর্ঘদিন ধরে এলাকায় আতঙ্ক ছড়িয়ে অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছিল। তাদের দমনে র‍্যাব ও সেনাবাহিনীর এই যৌথ অভিযান সাধারণ মানুষের মাঝে স্বস্তি ফিরিয়েছে। র‍্যাবের কোম্পানি অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার মাহমুদুল হাসান জানিয়েছেন, গ্রেফতার হওয়া শিমুলের বিরুদ্ধে অস্ত্র ও বিস্ফোরক আইনে মামলা প্রক্রিয়াধীন এবং পলাতক সাইফুল ইসলামকে ধরতে অভিযান অব্যাহত রয়েছে। একই সঙ্গে সন্ত্রাসী চক্রকে নিশ্চিহ্ন করতে আইনশৃঙ্খলা বাহিনীর এমন অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে বলে তিনি জানিয়েছেন।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সারাদেশে পুলিশের গ্রেফতার অভিযান, ফেসবুকে পোস্ট দেয়ার জের ধরেও আটকের অভিযোগ
সারাদেশে পুলিশের গ্রেফতার অভিযান, ফেসবুকে পোস্ট দেয়ার জের ধরেও আটকের অভিযোগ

বাংলাদেশে কোটা সংস্কার আন্দোলনের জের ধরে ঢাকাসহ দেশের নানা জায়গায় গ্রেফতার ও মামলার সংখ্যা প্রতিদিন বাড়ছে। সহিংসতার ঘটনায় শুধু ফেসবুকে Read more

মেসি-সুয়ারেজের জোড়া গোলে জয়ে ফিরলো মায়ামি
মেসি-সুয়ারেজের জোড়া গোলে জয়ে ফিরলো মায়ামি

চার ম্যাচ পর জয়ে ফিরল ইন্টার মায়ামি। আজ বৃহস্পতিবার (২৯ মে)নিজেদের মাঠে মেজর লিগ সকারে কানাডিয়ান ক্লাব মন্ট্রিয়লকে ৪-২ গোলে Read more

সময়মতো কর্মকর্তা না এলে সেবা দেবে কে?
সময়মতো কর্মকর্তা না এলে সেবা দেবে কে?

প্রতিটি সরকারি দপ্তরের দায়িত্ব হচ্ছে জনগণকে নিরবচ্ছিন্ন ও সময়মতো সেবা দেওয়া। অফিস সময় সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত নির্ধারিত Read more

আমি কখনো ভাবিনি বোর্ডে প্রথম হবো: তাজনীন মেহেজাবীন
আমি কখনো ভাবিনি বোর্ডে প্রথম হবো: তাজনীন মেহেজাবীন

২০২৫ সালের এসএসসি পরীক্ষায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডে ব্যবসায় শিক্ষা বিভাগে প্রথম স্থান অর্জন করেছে আনোয়ারার মেয়ে তাজনীন মেহেজাবীন চৌধুরী। ১৩০০ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন