পটুয়াখালীর কলাপাড়া মিঠাগঞ্জ ইউনিয়নের ওয়ার্ড যুবদল সভাপতি জহিরুল ইসলাম (৩৫) কে ৩ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।রবিবার (১৫ জুন) সন্ধ্যা সাড়ে ৬ টায় উপজেলার মিঠাগঞ্জ ইউনিয়নের আলিগঞ্জ গ্রামে এ অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) ইয়াসিন সাদীক।এ সময় কলাপাড়া বন বিভাগের রেঞ্চ কর্মকর্তা মনিরুল হক মনি সহ স্থানীয় গণমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।কলাপাড়া বন বিভাগের রেঞ্চ কর্মকর্তা মনিরুল হক মনি বলেন, ‘জহিরুল শিয়াল জবাই করে নিজেই তার ফেসবুকে পোস্ট করেন। পরে বিষয়টি নির্বাহী ম্যাজিস্ট্রেটের নজরে আসলে তিনি অভিযান পরিচালনা করেন। এ সময় ওই ব্যক্তি জানান, বাত ব্যথা সারতে নিজে ও তার ভাইকে খাওয়ানোর জন্য শনিবার শিয়ালটি জবাই করেন। তবে দণ্ডনীয় আইন সম্পর্কে তিনি অবগত ছিলেন না।’নির্বাহী ম্যাজিস্ট্রেট ও কলাপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইয়াসিন সাদীক সময়ের কণ্ঠস্বরকে বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘শিয়াল শিকার, জবাই, বেচাকেনা, পরিবহন কিংবা হস্তান্তর সম্পূর্ণ নিষিদ্ধ এবং শাস্তিযোগ্য অপরাধ। তাই বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন, ২০১২-এর ৩৯ ধারানুসারে ওই ব্যক্তিকে অর্থদণ্ড প্রদান করা হয়েছে। ভবিষ্যতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’এনআই
Source: সময়ের কন্ঠস্বর