রাতভর হামলা-পাল্টা হামলার পর ইরানের রাজধানী তেহরানে নতুন করে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। রোববার স্থানীয় সময় দুপুরের দিকে তেহরানে বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে ফরাসি বার্তা সংস্থা এএফপির একজন প্রতিনিধি জানিয়েছেন।প্রতিবেদনে বলা হয়েছে, টানা তৃতীয় দিনের মতো ইরানে হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। রোববার ইরানের রাজধানীতে নতুন করে বিস্ফারণের শব্দ শোনা গেছে। তবে এই বিস্ফোরণে কোনও ক্ষয়ক্ষতি কিংবা হতাহতের ঘটনা ঘটেছে কি না, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।ইরানের স্থানীয় সংবাদমাধ্যম খবর অনলাইন ও হাম মিহানের প্রতিবেদনে বলা হয়েছে, দেশটির রাজধানী তেহরানের পশ্চিম ও উত্তর-পশ্চিমাঞ্চলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আবারও সচল করা হয়েছে। নতুন হামলা মোকাবিলায় ইরানের সশস্ত্র বাহিনী এই পদক্ষেপ গ্রহণ করেছে।দেশটির আরেক সংবাদমাধ্যম দৈনিক শারঘ তেহরানে বিস্ফোরণের একটি ভিডিও প্রকাশ করেছে। ভিডিওতে তেহরানের পূর্বাঞ্চলে বিশাল ধোঁয়ার কুণ্ডলি উড়তে দেখা যায়।এদিকে ইরানের সামরিক স্থাপনার আশপাশের এলাকা থেকে সরে যাওয়ার জন্য সাধারণ ইরানিদের প্রতি আহ্বান জানিয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। রোববার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে এ আহ্বান জানিয়েছে ইসরায়েলি বাহিনী।এক্সে দেওয়া পোস্টে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী বলেছে, ‘‘যে সকল ব্যক্তি… (ইরানের) সামরিক অস্ত্র উৎপাদন কারখানা অথবা এতে সহায়তাকারী প্রতিষ্ঠান অথবা এসব প্রতিষ্ঠান সংলগ্ন এলাকায় অবস্থান করছেন; তাদের অবিলম্বে এলাকা ছেড়ে যাওয়া উচিৎ।’’পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ওই সব এলাকায় ইরানিদের ফিরে না আসারও আহ্বান জানিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী। আইডিএফের বিবৃতিতে বলা হয়েছে, ওই সব স্থাপনার আশপাশে অবস্থান করা হলে, তা সাধারণ ইরানিদের জীবনকে ‘‘ঝুঁকির মধ্যে ফেলবে।’’ সূত্র: এএফপি, বিবিসি।এবি
Source: সময়ের কন্ঠস্বর