পারিবারিক বিরোধের জের ধরে আপন দুলা ভাইয়ের মাছের ঘের থেকে প্রায় একশ’ মনের মত মাছ ধরে নিয়ে গেছে আপন শ্যালক। ঘটনাটি ঘটেছে যশোরের শার্শা উপজেলার পাঁচভূলোট গ্রামে। উপজেলার পাঁচভুলোট গ্রামের মৃত আজগার মোড়লের ছেলে কাদের মোড়ল ও একই গ্রামের আবু তাহের ঢালীর ছেলে মজিদ ঢালী সম্পর্কে আপন শালা-দুলাভাই। তা সত্ত্বেও শনিবার (১৪ জুন) রাতে মজিদ ঢালী লোকজন নিয়ে এসে তার ভগ্নিপতি কাদের মোড়লের ঘের থেকে জোর করে মাছ ধরে নিয়ে যায়। এমনটি অভিযোগ করেছেন মজিদ ঢালীর আপন ভাগনে নয়ন হোসেন। ঘেরের পাহারাদার অজেদ আলী জানান, শনিবার রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে মজিদ ঢালী ২০/২৫ জন লোক ও ১০-১২টি আলম সাধু (ইঞ্জিনচালিত বড় ভ্যান) নিয়ে এসে তাকে ঘরে তালাবদ্ধ করে রেখে একশ’ মনের মত সাদা মাছ লুট করে নিয়ে যায়। তাদের কাছে লাঠি ও অস্ত্র থাকায় কেউ বাঁধা দিতে সাহস করেনি। নয়ন হোসেন জানান, পাঁচভূলোট গ্রামের হামড়ে কুড়োর বিলে তাদের ১০ বিঘা জলকরের একটি মাছের ঘের রয়েছে। পারিবারিক কলহের কারণে তার মামা রাতের অন্ধকারে জোরপূর্বক প্রায় ৫ লক্ষ টাকার মাছ লুট করেছে। সে আরও জানায়, তার মামা একজন মামলাবাজ। তাদের নামে মিথ্যা মামলা দেয়ায় এ ব্যাপারে তারা থানায় অভিযোগ দিতে সাহস করেনি। নয়ন মাছ লুটের ঘটনায় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন। শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম রবিউল ইসলাম বলেন, ‘এ ঘটনা জানা নেই। থানায় কেউ কোন অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’এসআর
Source: সময়ের কন্ঠস্বর