বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনে শিক্ষার্থী হত্যার ঘটনায় দায়ের করা একাধিক মামলার আসামি ও নিষিদ্ধ সংগঠন সংশ্লিষ্ট গাজীপুর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাছির মোড়লের পিতা শফিক মোড়লকে গ্রেপ্তার করেছে শ্রীপুর মডেল থানা পুলিশ।শুক্রবার (১১ এপ্রিল) দুপুরে গাজীপুরের শ্রীপুর উপজেলার টেপিরবাড়ি এলাকার মাদবরবাড়ি মোড় থেকে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।শ্রীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জয়নাল আবেদীন মন্ডল বিষয়টি নিশ্চিত করে জানান, গত ৫ আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনের সময় সংঘটিত শিক্ষার্থী হত্যাকাণ্ডের ঘটনায় একাধিক মামলা রুজু হয়। এসব মামলায় শফিক মোড়লকে অভিযুক্ত করা হয়েছে। তার ছেলে নাছির মোড়লও এসব মামলার অন্যতম প্রধান আসামি।ওসি আরও জানান, শফিক মোড়লকে শিক্ষার্থী হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।এনআই
Source: সময়ের কন্ঠস্বর