নওগাঁর ধামইরহাটে মোহাম্মদ হোসাইন নামে এক যুবকের বিরুদ্ধে বিদেশে লোক পাঠানোর নামে লাখ লাখ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ উঠেছে। টাকা ফেরত পেতে ভুক্তভোগী পরিবারের পক্ষে থেকে আইনি সহায়তার জন্য থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। তবে প্রতারণার বিষয়টি অস্বীকার করেছেন অভিযুক্ত মোহাম্মদ হোসাইন।অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার আলমপুর ইউনিয়নের বলরামপুর এলাকার মোহাম্মদ হোসাইন (৩০)। ব্রুনাই দেশের একটি কোম্পানিতে চাকরির জন্য লোক পাঠানোর কথা বলে একই এলাকার মো. মমিনুল ইসলাম (৪০) এর কাছ থেকে ৩ লাখ ৫৬ হাজার টাকা নিয়ে থাকেন। এছাড়া ওই এলাকার বদিউল আলমের থেকে ৫০ হাজার এবং পার্শ্ববর্তী উপজেলা মহাদেবপুর এলাকার ওবাইদুল ইসলামের থেকে ৫ লাখ টাকা নিয়ে থাকেন। অসহায় এসব মানুষ অর্থ ফেরত চাইতে গেলে হুমকি ও লাঞ্ছনার শিকার হতে হয়েছে। তবে এঘটনায় উভয় দিকের পক্ষ থেকে জেলা ও দায়রা জজ আদালতে মামলা চলমান রয়েছে।ভুক্তভোগী মুমিনুল ইসলাম জানান, আমাকে ২০১৮ সালের শেষের দিকে ব্রুনাই দেশে পাঠানোর নামে ৩শ’ টাকার স্ট্যাম্পে হ্যান্ডনোট নামার মাধ্যমে ৩ লাখ ৫৬ হাজার টাকা নিয়ে থাকেন। পরে বিদেশে পাঠানোর জন্য বিভিন্ন তারিখ দিলে সে বারবার ব্যর্থ হয়। আমি পাওনা টাকা ফেরত পেতে প্রশাসনের নিকট সহযোগীতার জন্য দু’বার থানায় লিখিত অভিযোগ দায়ের করি। এতগুলো টাকা দিয়ে আমার সংসারের নানান ক্ষতির সম্মুখিন হতে হয়েছে। অপর ভুক্তভোগী ওবাইদুল ইসলাম জানান, আমি অভাবের সংসারে স্বচ্ছলতা আনতে প্রতারক মোহাম্মদ হোসাইনের কথায় তার হাতে ৫০ হাজার টাকা দিয়ে থাকি। ২০২১ সাল থেকে এখন অবদি সে আমাকে বিদেশে নিয়ে যাচ্ছেন।অভিযুক্ত মোহাম্মদ হোসাইনের সহিত মুঠোফোনে কথা হলে সে টাকা নেবার কথা পুরোটা অস্বীকার করেছেন। এরকম কোন কাজের সঙ্গে জড়িত না বলে জানান। ধামইরহাট থানার এসআই মামুনুর রশীদ জানান, আমি অভিযোগের বিষয়টি তদন্তের কাজ করছি। আমরা দুই পক্ষকে নিয়ে দ্রুত একটা সমাধানের চেষ্টা করব।এইচএ
Source: সময়ের কন্ঠস্বর