বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে একটি প্রতীক্ষিত বৈঠক। আজ শুক্রবার (১৩ জুন) লন্ডনে ওয়ান-টু-ওয়ান বৈঠকে মিলিত হতে যাচ্ছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানিয়েছেন, শুক্রবার স্থানীয় সময় সকাল ৯টায় লন্ডনের পার্ক লেন হোটেল ডোরচেস্টারে প্রধান উপদেষ্টা ডক্টর মুহাম্মদ ইউনূসের সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের এ গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হবে। বর্তমান রাজনৈতিক উত্তেজনা, নির্বাচন নিয়ে জটিলতা এবং সরকার ও অন্যান্য দলের টানাপড়েনের মধ্যে এই বৈঠকটিকে ঘিরে জনমনে তৈরি হয়েছে প্রবল কৌতূহল।রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, এই বৈঠক ফলপ্রসূ হবে। এর মাধ্যমে সরকারের সঙ্গে বিএনপির সম্পর্ক আরো নিবিড় হবে। একই সঙ্গে অনিশ্চয়তায় থাকা বিভিন্ন জাতীয় ও রাজনৈতিক ইস্যুতেও ইতিবাচক পরিবর্তন আসতে পারে এই বৈঠকের মাধ্যমে। এমআর-২
Source: সময়ের কন্ঠস্বর