রাজশাহীর বাগমারা উপজেলায় চলতি ধান মৌসুমে কৃষকরা অস্বাভাবিক আবহাওয়ার কারণে চরম দুর্ভোগের সম্মুখীন হয়েছেন। হঠাৎ হঠাৎ বৃষ্টিপাত ও সূর্যের অনুপস্থিতি কৃষিকাজে মারাত্মক প্রভাব ফেলছে। যদিও ধানের ফলন ভালো হয়েছে, তবে নিয়মিত রোদ না থাকায় কাটা ধান ও খড় যথাসময়ে শুকানো যাচ্ছে না। ফলে অনেক ক্ষেতেই ধান পচে যাচ্ছে এবং খড় নষ্ট হচ্ছে।স্থানীয় কৃষকরা জানান, আবহাওয়ার অনিয়মিত আচরণে ধান কাটা গেলেও তা শুকানোর সুযোগ পাওয়া যাচ্ছে না। মাঠের পর মাঠ ধান পড়ে থাকলেও রোদ না থাকায় তারা সেগুলো ঠিকভাবে শুকাতে পারছেন না।উপজেলার বড়বিহানালী, ঝাড়গ্রাম, খালিশপুর, ছোটকয়া ও কুলিবাড়িসহ বিভিন্ন এলাকায় প্রায় একই চিত্র দেখা যাচ্ছে। কাটা ধান ও খড় মাঠজুড়ে পড়ে থাকলেও তা রক্ষা করা যাচ্ছে না। বিকল্প না পেয়ে অনেকেই বাধ্য হয়ে রাস্তার ওপর খড় বিছিয়ে শুকাচ্ছেন। এতে যানবাহন চলাচলে বাধা সৃষ্টি হচ্ছে এবং আশেপাশের বাসিন্দারাও দুর্ভোগে পড়েছেন। দুর্ঘটনার আশঙ্কাও বাড়ছে বলে অভিযোগ করেছেন স্থানীয়রা।কৃষকরা বলছেন, খড় শুকানোর জন্য কোনো নির্দিষ্ট জায়গা না থাকায় তারা রাস্তাই ব্যবহার করতে বাধ্য হচ্ছেন। এতে নিজেরাও সমস্যায় পড়ছেন এবং অন্যরাও ভোগান্তির শিকার হচ্ছেন।এ বিষয়ে উপজেলা কৃষি বিভাগ জানিয়েছে, আবহাওয়ার এই বিরূপ পরিস্থিতি তারা পর্যবেক্ষণে রেখেছেন। পরিস্থিতির উন্নতি হলে ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তা করা হবে বলেও জানিয়েছেন তারা। চলতি মৌসুমে ধান উৎপাদন আশানুরূপ হলেও, প্রাকৃতিক দুর্যোগের কারণে খড় ও ধান সুরক্ষায় কৃষকরা ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন।এসআর
Source: সময়ের কন্ঠস্বর