একটি মসজিদের খাদেম জানালেন, আসরের নামাজের সময় একটা পার্টি এসে সাতশো সত্তর টাকা করে দিতে চাইলো, সন্ধ্যার পর সেই চামড়া চারশো টাকায় বিক্রি করছি। আরেকজন বিক্রেতা বলছেন, ‘ছয়শো-সাতশো টাকা করে গরুর চামড়া কিনলেও বিক্রি করার জন্য কাস্টমার পাচ্ছি না, বাজারের অবস্থা খুবই খারাপ’।
Source: বিবিসি বাংলা