নেত্রকোনার কেন্দুয়ায় উত্যক্তের প্রতিবাদ করায় আনিছুর রহমান (৪৩) নামের একজনকে কুপিয়ে হত্যা করেছে ইভটিজিংকারীরা। এ সময় আহত হয়েছে এক নারীসহ আরও ৪ জন। মঙ্গলবার (১০ জুন) রাতে নেত্রকোনার কেন্দুয়া উপজেলার নওপাড়া ইউনিয়নের ধনচাপুর গ্রামে এ ঘটনা ঘটে।  আহতরা হলেন- সাইদুল ইসলাম (৪৫), হাবিবুর রহমান (৩২), আনিছুর রহমান (৪৩), সম্রাজ (৫৫), খোদেজা (৩২)। এদের মধ্যে রাত আনুমানিক সোয়া ৮টার দিকে গুরুতর আহত মৃত চান মিয়া ফকিরের ছেলে আনিছুর রহমান (৪৩) চিকিৎসাধীন অবস্থায় মারা যান।  অন্যদিকে অভিযুক্তরা হলেন- মো. সিদ্দিক মিয়া (৪০), আমিন (১৭), মনির (২৬), সজিব (২৭), কালাম (৪০), সালাম (৩৬) সহ অজ্ঞাতনামা আরও কয়েকজন।  স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, বিকালে আনুমানিক সাড়ে পাঁচটার দিকে ধনচাপুর গ্রামের সাইদুল ইসলামের বসতবাড়ির সামনে বাড়ির মেয়েরা দাঁড়িয়েছিল। এ সময় মেয়েদেরকে দেখে একই এলাকার আমিন, সজিব ও বাচ্চু মিয়া নামের বখাটেদের সাথে থাকা আরও কয়েকজন মেয়েদের দেখে গান গায় এবং উত্যক্ত করে। এ সময় ওই বাড়িতে থাকা লোকজন আমিন ও সজিবদেরকে বকাবকি করলে উত্যক্তকারীরা সেখান থেকে চলে যায়। এরপরই মো. সিদ্দিক মিয়া (৪০) সহ দশ থেকে পনেরো জনের একটি দল এসে সাইদুল ইসলামের বাড়িতে দেশীয় অস্ত্র নিয়ে হামলা ভাঙচুর চালায়। এ সময় কয়েকজনকে কুপালে আনিছুর রহমানসহ একই পরিবারের পাঁচজন আহত হয়। শব্দ শুনে আশপাশের লোকজন আসতে শুরু করলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে তাদের উদ্ধার করে কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে রাত সোয়া আটটার দিকে চিকিৎসক আনিছুর রহমানকে মৃত ঘোষণা করে।  এ বিষয়ে কেন্দুয়া থানার ওসি মিজানুর রহমান বলেন, ঘটনার বিষয়ে তদন্ত চলছে। নিহত ব্যক্তির মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে এবং জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।পিএম

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ব্রাহ্মণবাড়িয়ায় উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা এসোসিয়েশন কমিটি গঠন
ব্রাহ্মণবাড়িয়ায় উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা এসোসিয়েশন কমিটি গঠন

ব্রাহ্মণবাড়িয়ায় উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউ.এইচ.এফ.পি.ও) এর ১০ সদস্য বিশিষ্ট জেলা কমিটি গঠন হয়েছে। সোমবার (২১ এপ্রিল) দুপুরে ব্রাহ্মণবাড়িয়া সিভিল Read more

গাজীপুর আদালতে আইজিপি মামুন ও মেজর জিয়া
গাজীপুর আদালতে আইজিপি মামুন ও মেজর জিয়া

গাজীপুর গাছা থানায় দায়ের করা তিনটি হত্যা মামলার সাবেক আইজিপি আব্দুল্লাহ আল মামুন, ব্যাংক কর্মকর্তা নজরুল ইসলাম ও সাবেক সেনা Read more

বাউফলে জলাতঙ্কে আক্রান্ত শিশুর মৃত্যু
বাউফলে জলাতঙ্কে আক্রান্ত শিশুর মৃত্যু

পটুয়াখালীর বাউফল উপজেলায় জলাতঙ্কে আক্রান্ত হয়ে ইসমাইল ফরাজী (৯) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (২২মার্চ) সন্ধ্যায় উপজেলার কালিশুরী ইউনিয়নের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন