বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দৃঢ়তার কারণে ফ্যাসিবাদের পতন হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু। মঙ্গলবার (১০ জুন) টাঙ্গাইলে যুবদলের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। সালাউদ্দিন টুকু বলেন, ‘বিএনপি অন্যায়ের কাছে কখনো মাথা নত করে নাই। কাজেই আল্লাহর রহমতে বিএনপি এ দেশে টিকে থাকবে। কারণ ধোঁকাবাজির রাজনীতি বিএনপি করে না। বিএনপি যখন যে কথা দিয়েছে তা রক্ষা করেছে।’দ্রুত সময়ে কেন্দ্রভিত্তিক কমিটি গঠনের নির্দেশ দিয়ে তিনি আরও বলেন, ‘বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দৃঢ়তার কারণে ফ্যাসিবাদের পতন হয়েছে।’এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা যুবদলের আহ্বায়ক খন্দকার কবিরুজ্জামান, জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক শানু, জেলা যুবদলের আহ্বায়ক খন্দকার রাশেদুল আলম প্রমুখ।পিএম
Source: সময়ের কন্ঠস্বর