যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের রাস্তায় মেক্সিকোর লাল-সাদা-সবুজ পতাকার ঢেউ যেন শুধু অভিবাসনবিরোধী অভিযানের প্রতিবাদ নয়, বরং এক নতুন রাজনৈতিক বিভাজনের প্রতীক হয়ে দাঁড়িয়েছে। আমেরিকার অভ্যন্তরে এই পতাকা উড়ানোর ঘটনাকে কেন্দ্র করে এরই মধ্যে তৈরি হয়েছে নানা বিতর্ক এবং সমালোচনা। এটা কি শুধু মতপ্রকাশের স্বাধীনতা, নাকি যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ নিরাপত্তা ও জাতীয় পরিচয়ের বিরুদ্ধে এক সাংস্কৃতিক চ্যালেঞ্জ?গত শুক্রবার (০৬ জুন) লস অ্যাঞ্জেলেস শহরের গার্মেন্ট জেলায় অভিবাসন ও শুল্ক প্রয়োগকারী সংস্থা (আইসিই) হঠাৎ করেই একাধিক এলাকায় অভিযান চালিয়ে বেশ কয়েকজন অভিবাসীকে গ্রেপ্তার করে। এই ঘটনার পরপরই রাস্তায় নামেন হাজার হাজার বিক্ষোভকারী, যারা মূলত ল্যাটিন আমেরিকান অভিবাসী।এ বিক্ষোভ প্রথমে শান্তিপূর্ণ থাকলেও ধীরে ধীরে সহিংসতায় রূপ নেয়। সংঘর্ষ, গ্রেপ্তার এবং পুলিশের ওপর হামলার অভিযোগ উঠে। এক পর্যায়ে পরিস্থিতি স্বাভাবিক করতে ন্যাশনাল গার্ড এবং মেরিন বাহিনী মোতায়েন করেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এটিকে ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসোম ‘অবৈধ দখল’ বলে আখ্যা দেন।এদিকে বিক্ষোভে মেক্সিকান পতাকার উপস্থিতি রিপাবলিকান রাজনীতিকদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। ওকলাহোমার সিনেটর মার্কওয়েইন মুলিন বলেন, ‘এরা শুধু বিক্ষোভকারী নয়, এরা অবৈধ অভিবাসী যারা আমেরিকার আইন লঙ্ঘন করছে।’ ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এক্স-এ লিখেছেন, ‘বিদেশি পতাকা বহনকারীরা আইন প্রয়োগকারীদের ওপর আক্রমণ করছে।’ হোয়াইট হাউজের উপ উপদেষ্টা স্টিফেন মিলার একে সরাসরি ‘বিদেশি নাগরিকদের দ্বারা সংঘটিত দাঙ্গা’ বলে আখ্যা দেন।এই বক্তব্যগুলোর প্রেক্ষিতে অনেকেই প্রশ্ন তুলছেন—এই ঘটনাগুলো কি কেবল অভিবাসন নীতির বিরোধিতা, নাকি এর পেছনে রয়েছে বিদেশি অনুগততার মাধ্যমে মার্কিন অভ্যন্তরীণ রাজনীতিতে প্রভাব বিস্তারের চেষ্টা? যদিও যুক্তরাষ্ট্রের সংবিধানের প্রথম সংশোধনী অনুযায়ী, বিদেশি পতাকা উড়ানো কিংবা এমনকি আমেরিকান পতাকা পুড়িয়ে ফেলা—দুইই সংবিধানসম্মত মতপ্রকাশের স্বাধীনতার অধিকার। তা সত্ত্বেও রাজনৈতিক বিতর্কের আগুন থেমে নেই।উল্লেখ্য, মেক্সিকান পতাকা আমেরিকায় নতুন কোনো প্রতীক নয়। ১৯৯৪ সালে ক্যালিফোর্নিয়ায় প্রোপোজিশন ১৮৭-এর বিরুদ্ধে হওয়া বিক্ষোভেও এই পতাকা এক উত্তপ্ত প্রতীক হয়ে উঠেছিল। তখনও রিপাবলিকান রাজনীতিকরা এটিকে ‘আমেরিকাবিরোধী মনোভাবের প্রকাশ’ বলে আখ্যা দেন।রাজনৈতিক বিশ্লেষক মাইক ম্যাড্রিড বলেন, ‘মেক্সিকান পতাকা উড়ানো রাজনৈতিকভাবে বিপজ্জনক—এটি অভিবাসন নীতির বাস্তব আলোচনা থেকে দৃষ্টি সরিয়ে নিয়ে বিদেশি আনুগত্যের বিতর্ক সৃষ্টি করে।’ বিক্ষোভকারীরা অবশ্য একে কোনো ষড়যন্ত্র নয়, বরং সংস্কৃতির প্রতীক বলে দাবি করছেন। ‘ব্রাউন বেরেটস’ সংগঠনের নেতা আন্তোনিও রদ্রিগেজ বলেন, ‘এই পতাকা আমাদের সংস্কৃতি, ইতিহাস ও পরিবারের প্রতিনিধিত্ব করে। এটিকে বিভাজনের প্রতীক বানানো অনুচিত।’ তিনি আরও বলেন, ‘নিজের পরিচয়ের ওপর গর্ব প্রকাশ করা কখনোই অ-আমেরিকান হতে পারে না।’এই বিক্ষোভ কি কেবলই আইসিই-এর বিরুদ্ধে ল্যাটিনো সমাজের ক্ষোভ? নাকি এটি এক নতুন রাজনৈতিক সমীকরণের অংশ, যেখানে সাংস্কৃতিক গর্বকে হাতিয়ার বানিয়ে অদৃশ্য শক্তিরা বিভাজনের খেলা খেলছে?এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
অনুশোচনা নেই আওয়ামী লীগে, অপেক্ষা অন্তর্বর্তী সরকার ব্যর্থ হওয়ার
অনুশোচনা নেই আওয়ামী লীগে, অপেক্ষা অন্তর্বর্তী সরকার ব্যর্থ হওয়ার

বাংলাদেশে গণআন্দোলনের মুখে ক্ষমতা হারানোর তিন মাস পরেও নিজেদের কৃতকর্মের বিষয়ে আওয়ামী লীগে কোনো অনুশোচনা লক্ষ্য করা যাচ্ছে না। বিশেষ Read more

মসজিদুল হারামে বিদায়ী তাওয়াফের মাধ্যমে শেষ হয়েছে হজের আনুষ্ঠানিকতা
মসজিদুল হারামে বিদায়ী তাওয়াফের মাধ্যমে শেষ হয়েছে হজের আনুষ্ঠানিকতা

মক্কায় পবিত্র মসজিদুল হারামে বিদায়ী তাওয়াফের মাধ্যমে শেষ হয়েছে হজের আনুষ্ঠানিকতা। স্থানীয় সময় রোববার (৮ জুন) তাওয়াফুল বিদা বা বিদায়ী Read more

৭২ হাজার ৮৯৭টি এসপিসি পোল ক্রয়ে ব্যয় হবে ২২৭ কোটি টাকা
৭২ হাজার ৮৯৭টি এসপিসি পোল ক্রয়ে ব্যয় হবে ২২৭ কোটি টাকা

বাংলাদেশ পল্লী বিদ্যুৎ বোর্ড (বাপবিবো) এর  বৈদ্যুতিক বিতরণ ব্যবস্থার আধুনিকায়ন ও ক্ষমতা বর্ধন (খুলনা বিভাগ) শীর্ষক প্রকল্পের পৃথক তিনটি লটে Read more

বদলি নেমে আর্জেন্টিনার জয়ের নায়ক লাউতারো মার্টিনেজ
বদলি নেমে আর্জেন্টিনার জয়ের নায়ক লাউতারো মার্টিনেজ

৮৮ মিনিটে চিলির প্রাচীর ভেঙে আর্জেন্টিনাকে উল্লাসে ভাসান ২৬ বছর বয়সী এই ফরোয়ার্ড।

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন