জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় ৩টি হ্যান্ড গ্রেনেড সদৃশ্য বস্তু উদ্ধারের পর নিষ্ক্রিয় করেছে সেনাবাহিনী। মঙ্গলবার (১০ জুন) বেলা ১২টার উপজেলার সাতপোয়া ইউনিয়নের চর আদ্রা উত্তরপাড়া গ্রামে গ্রেনেড নিষ্ক্রিয় করা হয়।১৯ পদাতিক ডিভিশন, সদর দপ্তর মেজর আব্দুল্লাহ আল মারুফ জানান, গতকাল ওই এলাকার বীর মুক্তিযোদ্ধা মো. হারুন অর রশিদ এর পতিত জমিতে গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পের রাস্তা নির্মাণের জন্য ভেকু দিয়ে মাটি কাটার সময় হ্যান্ড গ্রেনেড সদৃশ্য ৩টি বস্তু পাওয় স্থানীয়রা। পরে পুলিশকে জানানো হলে বস্তুগুলো ঘিরে রেখে সেনাবাহিনীকে খবর দেওয়া হয়। আজ বেলা ১২টার দিকে শহীদ সালাউদ্দিন সেনানিবাস থেকে একটি বোম ডিস্পোজাল ইউনিট এসে সেগুলোকে নিষ্ক্রিয় করা হয়। মুক্তিযুদ্ধের সময় ব্যবহৃত গ্রেনেডগুলো মাটির নিচে চাপা পড়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে সেনাবাহিনী।এইচএ
Source: সময়ের কন্ঠস্বর