রাঙামাটির কাপ্তাইয়ের চন্দ্রঘোনা থানাধীন ফেরিঘাট এলাকার কর্ণফুলী নদী থেকে একটি অজ্ঞাত ১০-১১ বছর বয়সী কিশোরীর লাশ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (১০ জুন) দুপুর ১২টায় কর্ণফুলী নদীতে ফেরিঘাট এলাকায় ভাসমান অবস্থায় লাশটি স্থানীয়রা দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পরে চন্দ্রঘোনা থানার পুলিশ সদস্যরা ঘটনাস্থলে এসে লাশটি উদ্ধার করেছে।ঘটনার সত্যতা নিশ্চিত করে চন্দ্রঘোনা থানার ওসি মো. শাহজাহান জানান, খবর পেয়ে থানার পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করেছে। তবে তাৎক্ষণিক মেয়েটির নাম জানা না গেলেও প্রাথমিকভাবে পরিচয় শনাক্ত করা হয়েছে। তিনি আরো জানান, আজ সকালে দক্ষিণ রাঙ্গুনিয়া থানার কোদালা অংশে কর্ণফুলী নদীতে ডুবে দুই ভাই-বোন নিখোঁজের ঘটনা ঘটেছে। ধারণা করা হচ্ছে, ওই ডুবির ঘটনায় মেয়েটির লাশটি কাপ্তাই অংশে ভেসে উঠেছে। খোঁজ নিয়ে পরে বিস্তারিত জানা যাবে বলে তিনি জানান।পিএম
Source: সময়ের কন্ঠস্বর