নরসিংদী শহরে গিয়েছিলেন খেলার সামগ্রী কিনতে মোটরসাইকেল চালিয়ে ফেরার পথে শিবপুরে বাসের সাথে মুখোমুখি সংঘর্ষে মর্মান্তিক মৃত্যু হয়েছে ৩ বন্ধুর। সোমবার (৯ জুন) রাত সাড়ে ১১টার দিকে ইটাখোলা- মঠখলা আঞ্চলিক সড়কের উপজেলার বান্দারদিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এই দুর্ঘটনায় হাসপাতালে নেওয়ার পথে ২জন ও চিকিৎসাধীন অবস্থায় ১জনের মৃত্যু হয়।নিহতরা হলেন- শিবপুর উপজেলার মাছিমপুর ইউনিয়নের মির্জাকান্দি এলাকার মৃত জামাল উদ্দিনের ছেলে সাইফুল ইসলাম (২৫), বদু মিয়ার ছেলে আশিক মিয়া (২৩) ও বাবুল মিয়ার ছেলে অপু মিয়া (২০)। তাঁরা তিনজন বন্ধু ছিলেন।পুলিশ ও স্থানীয়রা জানায়, সোমবার সন্ধ্যায় সাইফুল, আশিক ও অপু নরসিংদী শহরে খেলার সামগ্রী কেনার জন্য এসেছিলেন। বাড়ি ফেরার পথে সাড়ে ১১টার দিকে ইটাখোলা-মঠখলা আঞ্চলিক সড়কের বান্দারদিয়া এলাকায় সামনে থেকে আসা একটি বাসের সঙ্গে তাঁদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় বন্ধু ৩জনই দুমড়েমুচড়ে যাওয়া ওই মোটরসাইকেল থেকে সড়কে ছিটকে পড়ে আহত হন।পরে স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের সদস্যরা তাদেরকে উদ্ধার করে শিবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে সাইফুল ইসলাম ও আশিক মিয়ার মৃত্যু হয়। পরে হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ২জনকে মৃত ঘোষণা করেন। এ সময় আহত অপু মিয়াকে উন্নত চিকিৎসার জন্য রাজধানীর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর পরামর্শ দেওয়া হয়। ঢাকায় নেওয়ার পথে অপু মিয়ারও মৃত্যু হয়।নিহতেদের স্বজনরা জানান, আশিক, অপু ও সাইফুল বাল্যবন্ধু। তাদের খেলাধুলার প্রতি অন্যরকম টান ছিল। তারা ৩ বন্ধুই নিয়মিত খেলাধুলা করত। গতকাল তারা খেলার সামগ্রী কিনে আসার পথে মর্মান্তিক এই সড়ক দুর্ঘটনায় শিকার হয়।শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আফজাল হোসাইন বলেন, বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ৩ জনের মৃত্যু হয়েছে। লাশগুলো থানায় রাখা হয়েছে। নিহতদের পরিবার বিনাময়নাতদন্তে মরদেহ নিয়ে যাওয়ার জন্য আবেদন করছে। এঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।এইচএ
Source: সময়ের কন্ঠস্বর