গাজীপুরের কাপাসিয়ায় ঢাকা-কিশোরগঞ্জ আঞ্চলিক মহাসড়কের সূর্য নারায়ণপুর পল্লী বিদ্যুৎ এলাকায় বাস-সিএনজির মুখোমুখি সংঘর্ষে মা-ছেলেসহ তিনজনের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন আরো ৩ জন।মঙ্গলবার (১৭ জুন) বিকেলে উপজেলার সূর্য নারায়ণপুর পল্লী বিদ্যুৎ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।দুর্ঘটনায় নিহতরা সকলেই সিএনজির যাত্রী। নিহতরা হলেন- কিশোরগঞ্জ জেলার তাড়াইল উপজেলার আনোয়ারপুর কাজলা গ্রামের তানভীরের স্ত্রী রতনা আক্তার (৩২) ও তার ছেলে সায়ান (৪)। নিহত অপরজন হলো একই জেলার ইটনা থানার কিষ্টুপুর গ্রামের আবুল কালামের পুত্র তৌফিদুল ইসলাম (১৪)।এদিকে আহত তিনজনের মধ্যে একজন সিএনজি চালক এবং অপর দুজন যাত্রী।জানা যায়, কিশোরগঞ্জ থেকে ছেড়ে আসা সিএনজি কাপাসিয়ার ওই এলাকায় পৌঁছালে ঢাকা থেকে আসা কিশোরগঞ্জগামী অনন্যা ক্লাসিক পরিবহনের একটি যাত্রীবাহী বাস সিএনজিটিকে ধাক্কা দেয়। এ সময় মুখোমুখি সংঘর্ষে সিএনজিটি ভেঙে দুমড়ে মুছে যায়। ঘটনাস্থলে দুইজন এবং ঢাকায় নেওয়ার পথে একজনের মৃত্যু হয়।কাপাসিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জয়নাল আবেদীন মন্ডল বলেন, ‘বাস সিএনজি মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে দুইজন ও পরবর্তীতে হাসপাতালে নেওয়ার পথে একজন মারা যান। ঘাতক বাস চালককে আটক করা যায়নি। আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।’এনআই
Source: সময়ের কন্ঠস্বর