জমি নিয়ে বিরোধে নেত্রকোনার পূর্বধলায় মামা ভাগ্নের মারামারিতে মামা চান মিয়া (৪৫) নিহত হয়েছেন। এ ঘটনায় পুলিশ একজনকে আটক করেছে। সোমবার (৯ জুন) রাতে চিকিৎসাধীন অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যান। এর আগে সোমবার বিকালে উপজেলার খলিশাউড়া মনারকান্দি গ্রামে এই মারামারির ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানায়, দীর্ঘদিন ধরে চান মিয়ার সাথে তার ভগ্নিপতি ফয়জুল ইসলামের জমি নিয়ে বিরোধ চলে আসছিল। এরই জেরে সোমবার (৯ জুন) বিকালে জমি নিয়ে মারামারির ঘটনা ঘটে। নিহত চান মিয়ার ভগ্নিপতি ফয়জুল ইসলামের সাথে জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে বোনজামাই ও ভাগ্নেদের সাথে তর্কবিতর্ক হয়। এর এক পর্যায়ে মারামারির ঘটনা ঘটে। পরে চান মিয়াকে আহত অবস্থায় উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। পরে রাতেই সেখানে তার মৃত্যু হয়। সত্যতা নিশ্চিত করে পূর্বধলা থানার ভারপ্রাপ্ত ওসি মিন্টু দে জানান, রাতে মৃত্যুর খবরে এলাকায় উত্তেজনার সৃষ্টি হয়। খবর পেয়ে পুলিশ গিয়ে একজনকে আটক করে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। এই ঘটনায় পুলিশ ঘটনাস্থলে রয়েছে। আসামি ধরার চেষ্টা চলছে।পিএম
Source: সময়ের কন্ঠস্বর