পাবনার ঈশ্বরদীতে রাস্তা দখল করে রিসোর্টের গ্যারেজ স্থাপন ও অশ্লীল কর্মকাণ্ডের অভিযোগ তুলে রিসোর্টে হামলা ও ভাঙচুর চালিয়েছে উৎসুক জনতা ও এলাকাবাসী।এ ঘটনায় স্থানীয় আলামিন হোসেন নামে একজন গুরুতর আহত হয়েছেন।সোমবার (৯ জুন) সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে উপজেলার জয়নগর স্বপ্নদ্বীপ রিসোর্টে এ ঘটনা ঘটেছে।স্থানীয় সূত্রে জানা যায়, রিসোর্টের সামনে যাতায়াতের রাস্তা দখল করে রিসোর্টের গ্যারেজ স্থাপন করায় এলাকাবাসীর চলাচলের ব্যাপক দুর্ভোগ সৃষ্টি হয়েছিল। স্থানীয় আলামিন হোসেন নামে এক ব্যক্তি সেই গ্যারেজ সরিয়ে নিতে বললে রিসোর্টে দায়িত্বরত সিকিউরিটির লোকজনের সঙ্গে তার বাকবিতণ্ডা শুরু হয়। বাকবিতণ্ডার এক পর্যায়ে তাকে বেধড়ক পিটিয়ে আহত করা হয়। পরে এলাকাবাসী ক্ষুব্ধ হয়ে এই রিসোর্টে অশ্লীল কর্মকাণ্ডের অভিযোগ তুলে ব্যাপক ভাঙচুর চালান। পরে পুলিশ ও সেনাবাহিনী উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।বিক্ষুব্ধ এলাকাবাসীর কয়েকজন অভিযোগ করে বলেন, অন্যের জায়গা দখল ও যাতায়াতের রাস্তার উপর রিসোর্টের গ্যারেজ নির্মাণ করে দুর্ভোগ সৃষ্টি করেছিল তারা। এর প্রতিবাদ করায় একজনকে পিটিয়ে আহত করেন তারা। পরে এলাকার লোকজন এ রিসোর্টে অশ্লীল কর্মকাণ্ড হয় বলে ক্ষুব্ধ হয়ে হামলা ও ভাঙচুর করেছে।এ ব্যাপারে স্বপ্নদ্বীপ রিসোর্টের মালিক মোঃ খাইরুল ইসলাম বলেন, ‘ষড়যন্ত্রমূলকভাবে আমার প্রতিষ্ঠানে হামলা করেছে। আমি এ ঘটনার প্রেক্ষিতে সংবাদ সম্মেলন করে বিস্তারিত বলতে চাই।’ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ আব্দুন নূর বলেন, ‘ঘটনার খবর পেয়ে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। এখনও কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত করে আইনি পদক্ষেপ নেওয়া হবে।’এনআই
Source: সময়ের কন্ঠস্বর