কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাতা সভাপতি বঙ্গবীর আবদুল কাদের সিদ্দিকী বীরোত্তম স্ত্রী নাসরিন কাদের সিদ্দিকীর জানাজা নামাজে শরীক হয়ে অঝোরে কাঁদলেন।শনিবার (০৭ জুন) দিনগত রাতে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। রোববার (০৮ জুন) টাঙ্গাইল শহরের পিটিআই মসজিদ মাঠে বাদ জোহর প্রথম জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। ওই নামাজে শরীক হয়ে বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরোত্তম বক্তব্য দিতে গিয়ে স্মৃতি রোমন্থনকালে অঝোরে কাঁদেন। এ সময় জানাজা নামাজে অংশ নেওয়া মুসল্লিদের চোখও ঝাপসা হয়ে আসে। পরে কালিহাতী উপজেলার ছাতিহাটী গ্রামে দ্বিতীয় জানাজা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে বঙ্গবীরের বাবা-মায়ের পায়ের কাছে নাসরিন সিদ্দিকীকে শায়িত করা হয়। এর আগে রোববার সকালে নাসরিন সিদ্দিকীর মরদেহ বহনকারী অ্যাম্বুলেন্সটি টাঙ্গাইলের ‘সিদ্দিকী কটেজে’ আনা হয়। ওই সময় বঙ্গবীর কাদের সিদ্দিকীর রাজনৈতিক সহকর্মী, সমর্থক, অনুসারী ও পরিবারের সদস্যরা এক নজর দেখার জন্য বাসায় ভিড় করেন। জানাজা নামাজে অন্যদের মধ্যে অংশ নেন সাবেক মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী, সাবেক প্রতিমন্ত্রী আবুল হাসান কায়সার চৌধুরী, মুরাদ সিদ্দিকী, শামীম আল মনসুর আজাদ সিদ্দিকী, কৃষক শ্রমিক জনতা লীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক খোকা বীর প্রতীক, টাঙ্গাইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবাল, টাঙ্গাইল জেলা জামায়াত ইসলামীর আমীর আহসান হাবীব মাসুদসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মীরা। শনিবার (০৭ জুন) দিবাগত রাত ১১টায় ঢাকার স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় নাসরিন কাদের সিদ্দিকী শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭০ বছর। এর আগে গত ২২ মে নাসরিন সিদ্দিকীর মস্তিষ্কে রক্তক্ষরণ হয়। প্রথমে তাঁকে ঢাকার নিউরো সায়েন্সেস হাসপাতালে নেওয়া হয়। পরে স্কয়ার হাসপাতালে নিউরো নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) স্থানান্তর করা হয়। সেখানে গত ২৩ মে মস্তিকে অস্ত্রপাচার হয়। ২২ মে থেকে তিনি অচেতন ছিলেন। তাঁকে লাইফ সাপোর্টে রাখা হয়েছিল। শনিবার দিবাগত রাত ১১টায় নাসরিন সিদ্দিকী মৃত্যুবরণ করেন। এ সময় তাঁর পাশে স্বামী কাদের সিদ্দিকীসহ স্বজনেরা উপস্থিত ছিলেন। নাসরিন কাদের সিদ্দিকী কৃষক শ্রমিক জনতা লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করছিলেন।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
এই পোস্ট দেওয়ার পর আমার কি হবে জানি না: হাসনাত আব্দুল্লাহ
এই পোস্ট দেওয়ার পর আমার কি হবে জানি না: হাসনাত আব্দুল্লাহ

আজকেও একটি চাপকে অস্বীকার করে আমি আবারও আপনাদের ওপরেই ভরসা রাখতে চাই। এ পোস্ট দেওয়ার পর আমার কী হবে আমি Read more

বাউফলে ছোট ভাইয়ের ওপর হামলার প্রতিবাদ করায় বড় ভাইকে কুপিয়ে জখম
বাউফলে ছোট ভাইয়ের ওপর হামলার প্রতিবাদ করায় বড় ভাইকে কুপিয়ে জখম

পটুয়াখালীর বাউফলে ছোট ভাইয়ের ওপর হামলার প্রতিবাদ করায় বড় ভাই তাওসিফ ইসলাম অর্ককে (১৭) পিটিয়ে ও কুপিয়ে গুরুতর জখম করেছে Read more

জুলাই ঘোষণাপত্রে সংবিধান নিয়ে কী ভাবনা?
জুলাই ঘোষণাপত্রে সংবিধান নিয়ে কী ভাবনা?

ছাত্রদের সাত দফার মধ্যে ৫ম দাবিটি সংবিধানকে ঘিরে। সেখানে বলা হয়েছে ‘ফ্যাসিবাদী রাষ্ট্রব্যবস্থার মূল ভিত্তি সংবিধান বাতিল করে নির্বাচিত গণপরিষদ Read more

নির্বাচনী আচরণবিধি ভঙ্গ, পাবনা জেলা ছাত্রলীগ সভাপতি কারাগারে
নির্বাচনী আচরণবিধি ভঙ্গ, পাবনা জেলা ছাত্রলীগ সভাপতি কারাগারে

জাতীয় সংসদ নির্বাচনে আচরণবিধি ভঙ্গের অভিযোগে করা মামলায় পাবনা জেলা ছাত্রলীগের সভাপতি মিজানুর রহমান সবুজকে (২৫) কারাগারে পাঠিয়েছেন আদালত।

চৌগাছায় ঘুষের অভিযোগে পুলিশের এসআই বরখাস্ত
চৌগাছায় ঘুষের অভিযোগে পুলিশের এসআই বরখাস্ত

ঘুষ গ্রহণের অভিযোগে যশোরের চৌগাছা থানা পুলিশের এসআই আশরাফ সাময়িক বরখাস্ত হয়েছেন। পুলিশ সুপার রওনক জাহানের নির্দেশে তাকে সাময়িকভাবে বরখাস্ত Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন